Photo Credits: TW

ভারতে আয়োজিত বিশ্বকাপে চূড়ান্ত ব্যর্থ হয়েছে পকিস্তান ক্রিকেট দল। অনেক আশা করা হলেও বাবর আজমের নেতৃত্বে নেমে ভরাডুবি হয়ে সেমিফাইনালের আগেই বিদায় নেয় পাকিস্তান। ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মত আফগানিস্তানও এবার বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে দেয়। আর বাবরদের বিশ্বকাপে ব্যর্থতার পর একে একে শাস্তি পাচ্ছেন বা নিজেরাই পদ ছাড়ছেন।

গতকাল, পাকিস্তানের বোলিং কোচ হিসেবে সরে দাঁড়ান মর্নি মর্কেল। আর এবার পাকিস্তানের পুরো নির্বাচক কমিটিকেই বরখাস্ত করল পিসিবি। আরও পড়ুন-কমলা গাঁথায় শেষ বিরাট জার্সি উপহারে

দেখুন ছবিতে

নির্বাচক কমিটির প্রধান ইনজামাম উল হক বিশ্বকাপ চলাকালীন ইডেনে ইংল্যান্ড ম্য়াচের আগে ইস্তফা দিয়েছিলেন। এবার জল্পনা, বাবর আজমকেও অধিনায়কের পদ থেকে সরাবে পিসিবি। বাবরের পরিবর্তে মহম্মদ রিজওয়ান বা শাহিন শাহ আফ্রিদিকে টি-২০-তে দায়িত্ব দেওয়া হবে।