India vs Pakistan (Photo Credits: Getty Images)

বিশ্বকাপ শুরুর মুখে বাইশ গজে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করতে উদ্যোগী হল পাকিস্তান ক্রিকেট বোর্ড। আট বছর পর ভারতে খেলতে এসেছে পাকিস্তান ক্রিকেট দল। এর মাঝে দুই দেশের মধ্যে ক্রিকেট সিরিজ চালু করতে চেয়ে পিসিবি-র আবেদন বিসিসিআই-কে। ভারত নিজেদের জেদ বজায় রেখে এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যায়নি। কিন্তু প্রথম অনিচ্ছা দেখালেও ভারতে বিশ্বকাপে দল পাঠায় পাকিস্তান ক্রিকেট বোর্ড। এবার ভারতে বিশ্বকাপ শুরুর মুখে দুই দেশের মধ্যে ক্রিকেট সিরিজ চালু করতে বিসিসিআইকে প্রস্তাব পাঠল পিসিবি।

গান্ধী-জিন্না নাম দিয়ে ভারত-পাকিস্তান ক্রিকেট সিরিজ চালুর প্রস্তাব বিসিসিআইকে দিল পিবিসি। গান্ধী-জিন্না ট্রফিতে বছরে একবার ভারত-পাকিস্তান একে অপরের বিরুদ্ধে একে অপরের দেশের মাটিতে খেলবে। এমন প্রস্তাবই দিয়েছে PCB। ২০০৮ মুম্বই জঙ্গি হামলার পর পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে রাজি হয়নি বিসিসিআই। এবারও বিসিসিআই যে পিসিবি-র আবেদন খারিজ করতে চলেছে সেটাই প্রত্যাশিত।

দেখুন এক্স

ভারতের সঙ্গে সিরিজ চালু হলে আর্থিক দিক থেকে বেশ লাভবান হবে পিসিবি। কিন্তু সন্ত্রাসে মদত দিয়ে ভারতকে বারবার আক্রমণ করছে পাকিস্তান। এই যুক্তিকে আইসিসি টুর্নামেন্ট, এশিয়া কাপের মত টুর্নামেন্ট ছাড়া বাইশ গজে দ্বিপাক্ষিক সিরিজে খেলে না ভারত-পাকিস্তান।