এশিয়া কাপ ক্রিকেটে খেলতে পাকিস্তানে যাবে না ভারত। এমন কথা সাফ জানিয়ে দিয়েছে বিসিসিআই। পাকিস্তানের বাইরে কোথাও এশিয়া কাপ হলে তবেই খেলবে টিম ইন্ডিয়া। এদিকে, পাকিস্তানও মরিয়া তাদের দেশে এশিয়া কাপ আয়োজনে। সেপ্টেম্বরে হওয়ার কথা এশিয়া কাপ।
এবার যদি ভারত এশিয়া কাপে না খেলে তাহলে পাকিস্তান ক্রিকেট বোর্ডের বড় আর্থিক ক্ষতি হয়ে যাবে। এমন কথাই জানালেন পিসিবি প্রধান নাজম শেঠি।
দেখুন টুইট
PCB chairman Najam Sethi has said that Pakistan will lose around $3 million in revenue from the Asia Cup if the country refuses to play in the tournament later this year.#AsiaCup #INDvPAK #PCB #BCCI https://t.co/UJ2rGHwvql
— editorji (@editorji) April 11, 2023
পিসিবি চেয়ারম্যান বললেন, এশিয়া কাপে ভারত না খেললে ৩ মিলিয়ন মার্কিন ডলারের আর্থিক ক্ষতি হয়ে যাবে। ভারতীয় মুদ্রায় প্রায় ২৭০ কোটি টাকা। টিম ইন্ডিয়া না খেললে স্পন্সর, টিভি স্বত্বের টাকা একেবারে কমে যাওয়াতেই হবে এই আর্থিক ক্ষতি। পাকিস্তানে এসিয়া কাপ হলে বয়কট করতে পারে টিম ইন্ডিয়া।