বর্ডার-গাভাসকর ট্রফির তৃতীয় টেস্টে খেলছেন না অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। দিল্লিতে হারের পর দেশে ফিরে যান কামিন্স। তখন থেকেই কামিন্সের ভারতে ফেরা নিয়ে জল্পনা চলছিল। মায়ের অসুস্থতার কারণে কামিন্স পরিবারের সময় কাটাতেই আপাতত দেশে থাকার সিদ্ধান্ত নেন। পয়লা মার্চ থেকে শুরু হতে চলা ইন্দোর টেস্টের সপ্তাহখানেক আগে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড জানিয়ে দিল, পারিবারিক কারণে তৃতীয় টেস্টে খেলবেন না কামিন্স।
সিরিজে ০-২ পিছিয়ে পড়া অস্ট্রেলিয়া আরও চাপে পড়ে গেল। ইন্দোরে কামিন্সের পরিবর্তে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন স্টিভ স্মিথ। বল বিকৃত কাণ্ডে অভিযুক্ত হওয়ার পর স্মিথ দু বছর আগে অ্যাডিলেডে অ্যাসেড সিরিজের দ্বিতীয় টেস্ট দেশকে নেতৃত্ব দিয়েছিলেন। কিন্তু দেশের বাইরে গত পাঁচ বছরে এই প্রথম নেতৃত্ব দেবেন স্মিথ। দলের কঠিন সময়ে স্মিথের কাঁধেই দায়িত্ব দিয়ে ঘুরে দাঁড়াতে চাইছে অস্ট্রেলিয়া। আরও পড়ুন-একদিনের ক্রিকেটে প্রথম দ্বিশত রান সচিনের, ১৩ বছর আগে আজকের দিনেই (দেখুন ভিডিও)
কামিন্সের সঙ্গে দেশে ফিরে গিয়েছেন ওপেনার ডেভিড ওয়ার্নার ও পেসার জোস হ্যাজেলউড। দু'জনের চোট থাকায় তাঁদের আর চলতি টেস্ট সিরিজে পাবে না অজি শিবির। পরে দেশে ফিরে যান স্পিনার অ্যাস্টন অগারও। সব মিলিয়ে ইন্দোরে তৃতীয় টেস্টের আগে অজি শিবিরে ছন্নছাড়া দশা।