Pat Cummins Return Australia Photo Credit: Twitter@FoxCricket

মাতৃহারা অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স (Pat Cummins)। এদিন সকালে আমেদাবাদ টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরুর আগে সিডনিতে অজি শিবিরে এল প্য়াটের মা মারিয়া কামিন্সের (Maria Cummins) মৃত্যুর খবর। স্টিভ স্মিথ, উসমান খোয়াজারা কামিন্সকে ফোন করে সমবেদনা জানান বলে জানা গিয়েছে। কামিন্সের মায়ের মৃত্যুর শোকপ্রকাশে আমেদাবাদ টেস্টের দ্বিতীয় দিনে কালো আর্ম ব্যান্ড পরে নামলেন স্মিথরা। মা গুরুতর অসুস্থ থাকায় গত ১৯ ফেব্রুয়ারি দিল্লি টেস্ট শেষ হতেই দেশে ফিরেছিলেন প্যাট কামিন্স।

বেশ কয়েক দিন ধরেই শরীর একেবারে খারাপ ছিল কামিন্সের মা মারিয়ার। সিডনির এক হাসপাতালে তিনি ভর্তি ছিলেন। আরও পড়ুন-টি-২০তে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে চমক বাংলাদেশের, শান্ত মেজাজেই বাটলার বধ সাকিবদের

দেখুন অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডের বার্তা

দেখুন টুইট

ভারতের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজের দুটো ম্যাচ খেলেই দেশে ফিরেছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। দিল্লি টেস্টে সেরে পারিবারিক কারণে কামিন্স দেশে ফিরেছিলেন বলে জানানো হয়েছিল। পরে জানা যায় তাঁর মায়ের শরীর খারাপ থাকায় তিনি দেশেই থাকবেন। কামিন্সের অনুপস্থিতিতে ইন্দোরের পর দিল্লি টেস্টেও নেতৃত্ব দিচ্ছেন স্টিভ স্মিথ।