Parvez Hosain Emon. (Photo Credits: X)

Parvez Hosain Emon T20I Century: বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টি-২০ আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরি হাঁকালেন পারভেজ হোসেন ইমন (Parvez Hosain Emon)। শনিবার রাতে শারজায় সংযুক্ত আরবআমিরশাহি (UAE)-র বিরুদ্ধে ওপেন করতে নেমে ৫৩ বললে সেঞ্চুরি হাঁকালেন ইমন। ২০১৬ টি-২০ বিশ্বকাপে ধরমশালায় বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক কুড়ির ক্রিকেটে প্রথম সেঞ্চুরিটা ওমানের বিরুদ্ধে হাঁকিয়ে ছিলেন তামিম ইকবাল (Tamim Iqbal)। তামিমের ৯ বছর পর বাংলাদেশ পেল দ্বিতীয় টি-২০ সেঞ্চুরিয়ান। ৯টি ওভার বাউন্ডারি আর ৫টি বাউন্ডারি দিয়ে সাজানো ছিল ২২ বছরের ইমনের অবিশ্বাস্য ইনিংস। এর আগে ইমন দেশের হয়ে সাতটি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেন, সর্বোচ্চ ছিল ৩৯ রান। এখনও ওয়ানডে বা টেস্ট ক্রিকেটে অভিষেক হয়নি তাঁর।

বাংলাদেশের দ্রুততম সেঞ্চুরিয়ান ইমন

টি-২০ আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে দ্রুততম সেঞ্চুরিয়ান ও একটা ইনিংসে সর্বাধিক ওভার বাউন্ডারি হাঁকানোর নজির গড়লেন ২২ বছরের ইমন।

দুরন্ত সেঞ্চুরি ইমনের

বাংলাদেশ প্রথমে ব্যাট করে তুলল ১৯১ রান

ইমনের দুরন্ত সেঞ্চুরিতে ভর করে ইউএই-র বিরুদ্ধে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে বাংলাদেশ করল ১৯১ রান।তবে তিনি ছাড়া আর কোনও বাংলাদেশের ব্যাটার সেভাবে রান পাননি। সংযুক্ত আরবআমিরশাহির বাঁ হাতি পেসার মহম্মদ জাওয়াদুল্লা ২১ রান দিয়ে ৪ উইকেট নেন।