Parth Bhut:  নয়ে নেমে অবিশ্বাস্য সেঞ্চুরি পার্থ ভুটের, ৮ উইকেটে ১৪৭ থেকে সৌরাষ্ট্রের ৩০৩
Parth Bhut. (Photo Credits:Twitter)

রাজকোটে রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে অবিশ্বাস্য সেঞ্চুরি করলেন সৌরাষ্ট্রের পার্থ ভুট। রঞ্জির কোয়ার্টার ফাইনালের ইতিহাসে এই প্রথম ৯ নম্বরে নামা কোনও ব্যাটার সেঞ্চুরি করলেন।  পঞ্জাবের বিরুদ্ধে দলের ভরাডুবির মাঝে ৯ নম্বরে ব্যাট করতে নেমে পার্থ ১১১ রানের অবিশ্বাস্য ইনিংস খেললেন। পার্থ যখন ব্যাট করতে নামেন তখন দলের স্কোর ৭ উইকেটে ১৪৭। ব্যক্তিগত ৭০- রান করে ফিরে গিয়েছেন স্নেল প্যাটেল। সবাই ধরেই নিয়েছে দেড়শোর মধ্যেও গুঁটিয়ে যেতে পারে সৌরাষ্ট্র। কিন্তু সেখান থেকে দশে নামা চেতন সাকারিয়া ও একাদশতম ব্যাটার যুবরাজ সিং দোদিয়া-কে নিয়ে দলের রানকে ৩০৩-এ নিয়ে গেলেন পার্থ।

রঞ্জির ইতিহাসে টেলেন্ডারদের করা অন্যতম সেরা ইনিংস হয়ে থাকল। পঞ্জাবের স্পিনার মায়াঙ্ক মারকান্ডে ৮৪ রানে ৪ উইকেটের দুরন্ত স্পেল করলেও, রাজকোটে ম্যাচের প্রথম দিনের সব আকর্ষণ কেড়ে নিলেন পার্থ। সৌরাষ্ট্র এই ম্যাচে পাচ্ছে না তারকা পেসার জয়দেব উনাদকটকে। আরও পড়ুন-ইডেনে মুকেশ-আকাশদীপদের দাপট, ধোনির রাজ্য শেষ ১৭৩ রানে

দেখুন টুইট

রাজকোটের স্কোর (প্রথম দিনের শেষে)

সৌরাষ্ট্র: ৩০৩ (পার্থ ১১১ অপরাজিত, স্নেল ৭০। মায়াঙ্ক মারকান্ডে ৪/৮৪)

পঞ্জাব: ৩/০ (প্রভসিমরন ২, নমন ১)