India at Paris Paralympics 2024 (Photo Credit: Khel India/ X)

Paris Paralympics 2024 Closing Ceremony Live Streaming: টানা ১১ দিন ধরে চলা প্যারিস প্যারালিম্পিকস ২০২৪ (Paris Paralympics 2024)-এর সমাপ্তি অনুষ্ঠান শেষ হতে যাচ্ছে আজ, ৮ সেপ্টেম্বর রবিবার। প্যারিস অলিম্পিক গেমসের আয়োজক স্তাদে দে ফ্রান্সে এই বৈশ্বিক আসরের সমাপ্তি অনুষ্ঠানের আয়োজন করা হবে। প্যারেড অফ নেশনসে ভারতের পতাকাবাহক হিসেবে থাকবেন অ্যাথলিট হরবিন্দর সিং ও প্রীতি পাল। হরবিন্দর সিং প্যারিস প্যারালিম্পিকসে প্যারা তিরন্দাজিতে সোনা জিতে ভারতের প্রথম তীরন্দাজ হয়ে ইতিহাস তৈরি করেছেন এবং প্রীতি প্যারালিম্পিকসে ট্র্যাক এবং ফিল্ড বিভাগে পদক জেতা প্রথম ভারতীয় হয়েছেন। সমাপ্তি অনুষ্ঠানে ১৬৮ জন প্রতিনিধি দলের মোট ৪ হাজার ৪০০ অ্যাথলেট অংশ নেবেন। থমাস জলি, যিনি অলিম্পিক এবং প্যারালিম্পিক গেমসের সমস্ত উদ্বোধনী এবং সমাপ্তি অনুষ্ঠানের তত্ত্বাবধান করেন, তিনি এবার ২৪ জন শিল্পীকে নিয়ে ফরাসি ইলেকট্রনিক মিউজিকের অনুষ্ঠানের আয়োজন করেছেন। সমাপ্তি অনুষ্ঠানে প্যারালিম্পিক শিখা নিভিয়ে ফেলা হবে এবং লস অ্যাঞ্জেলেস ২০২৮ আয়োজক কমিটির কাছে প্যারালিম্পিক পতাকা হস্তান্তর করা হবে। India at the Paralympics 2024: ৭ সোনা ২৯ পদকে শেষ ভারতের প্যারিস প্যারালিম্পিক্স, সর্বকালের সেরা পারফরম্যান্সে উজ্জ্বল অবনীরা

কখন থেকে শুরু হবে প্যারিস প্যারালিম্পিকস ২০২৪ সমাপ্তি অনুষ্ঠান?

প্যারিস প্যারালিম্পিকস ২০২৪ সমাপ্তি অনুষ্ঠান শুরু হবে ভারতীয় সময় রাত ১১ঃ৩০টা থেকে।

প্যারিস প্যারালিম্পিকস ২০২৪-এর সমাপ্তি অনুষ্ঠানে কারা হবেন ভারতের পতাকাবাহক?

হরবিন্দর সিং ও প্রীতি পালকে প্যারিস প্যারালিম্পিকস ২০২৪-এর সমাপ্তি অনুষ্ঠানে ভারতের পতাকা বাহক হিসাবে বেছে নেওয়া হয়েছে।

জেনে নিন কোথায় সরাসরি দেখবেন প্যারিস প্যারালিম্পিকস ২০২৪ সমাপ্তি অনুষ্ঠান?

প্যারিস প্যারালিম্পিকস ২০২৪ সমাপ্তি অনুষ্ঠান অনলাইনে সরাসরি সম্প্রচার করা হবে জিওসিনেমা (Jio Cinema) অ্যাপে এবং টিভিতে বিনামূল্যে দেখা যাবে দূরদর্শনে স্পোর্টসে (DD Sports)।