Hockey Match Live Streaming Photo Credit: X@

টোকিও-র পর হকি থেকে প্যারিসেও পদক আসবে কি? এই দামি প্রশ্নের উত্তরের দিকে আরও এক পা এগিয়ে যাওয়া গেল। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ৩-২ গোলে কষ্টার্জিত জয়ের পর সোমবার গ্রুপের দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনার বিরুদ্ধে ১-১ গোলে ড্র করল ভারতীয় দল।

ম্যাচের ২২ মিনিটে খেলার গতির বিপরীতে আর্জেন্টিনাকে গোল করে এগিয়ে দেন লুকাস মার্টিনেজ। অভিজ্ঞ শ্রীজেশের ভুলে গোল হজম করে ভারত। এরপর গোল শোধের মরিয়া চেষ্টা করে ভারতীয় দল। কিন্তু কিছুতেই গোল হচ্ছিল না। উল্টে তৃতীয় কোয়ার্টারে পেনাল্টি পেয়ে ভারতীয় সমর্খতদের কপালে হাত ফেলে দেয় মেসির দেশ। কিন্তু শ্রীজেশ পেনাল্টি বাঁচিয়ে দেওয়ায় সে যাত্রায় রক্ষা পায় ভারত।

অলিম্পিকে ৬ বারের সাক্ষাতে মেসির দেশের বিরুদ্ধে পুরুষদের হকিতে অপরাজিত থাকার রেকর্ডটা অক্ষত থাকল ভারতের। নিজেদের চেয়ে বিশ্ব ক্রম তালিকায় দু ধাপ পিছনে থাকা আর্জেন্টিনার বিরুদ্ধে আক্রমণে ঝড়ে তুললেও গোলের কাছে গিয়ে দিশেহারা দেখাচ্ছিল ভারতীয় দলকে। পুরুষদের বিশ্ব হকি ব়্যাঙ্কিংয়ে পাঁচ নম্বরে থাকা ভারতীয় দলকে প্যারিসে তেমন ছন্দে দেখাচ্ছে না, যেমনটা টোকিও অলিম্পিকে দেখাচ্ছিল।

একগাদা পেনাল্টি নষ্ট, গোলের কাছে গিয়ে হারিয়ে যাওয়া, ভেদশক্তির অভাব, গোলকিপার শ্রীজেশের ভুলে গোল খাওয়া- এদিন আর্জেন্টিনার বিরুদ্ধে কোনও কিছুই ভাল হল না ভারতীয় হকি দলের। সেমিফাইনালে উঠতে হলে শেষ আটে বেলজিয়াম, গ্রেট ব্রিটেন-কে এড়াতেই হবে হরমনপ্রীত সিং-দের। আর সেটা করতে হলে গ্রুপে অন্তত প্রথম দুটি স্থানে থাকতেই হবে। কিন্তু আর্জেন্টিনার কাছে আটকে গিয়ে প্রথম দুটি স্থানে থাকা বেলজিয়াম ও অস্ট্রেলিয়াকে ধরা কঠিন হয়ে গেল ভারতের। কাল, মঙ্গলবার গ্রুপের তৃতীয় ম্যাচে আয়ারল্যান্ডের বিরুদ্ধে খেলবেন হরমনপ্রীত, শ্রীজেশরা। সেই ম্যাচে জিতে নক আউটে ওঠা নিশ্চিত করার সুযোগ থাকছে ভারতের সামনে। ভারতের গ্রুপের শেষ দুটি খেলা শক্তিশালী বেলজিয়াম (১ অগাস্ট) ও অস্ট্রেলিয়া (২ অগাস্ট)-এর বিরুদ্ধে।

গ্রুপ বি-এর পয়েন্ট তালিকা

১) বেলজিয়াম ( ৬ পয়েন্ট)

২) অস্ট্রেলিয়া (৬ পয়েন্ট)

৩) ভারত (৪ পয়েন্ট)

৪) আর্জেন্টিনা (১ পয়েন্ট)

৫) নিউ জিল্যান্ড (০ পয়েন্ট)

৬) আয়ারল্যান্ড (০ পয়েন্ট)

গ্রুপ থেকে প্রথম চারটি দল কোয়ার্টার ফাইনালে উঠবে।