প্যারিস, ১০ অগাস্ট: মহিলাদের ৫০ ফ্রিস্টাইল কুস্তিতেও ফাইনালে উঠেও মাত্র ১০০ গ্রাম ওজন বেশী হয়ে যাওয়ায় অযোগ্য তকমা পাওয়ায় পদক বাতিল হয়েছে ভারতের কুস্তিগীর বিনেশ ফোগাট (Vinesh Phogat)-এর। আর তাকে পদক থেকে বঞ্চিত করা নিয়ে ক্যাস-এর কাছে মামলা করেছেন বিনেশ ফোগাট। আর এই মামলার রায় আজ, শনিবারও বের হল না। বিনেশ মামলার রায়ের সময়সীমা আরও ২৪ ঘণ্টা পিছিয়ে দেওয়া হল। কাল, রবিবার ভারতীয় সময় রাত সাড়ে ৯টায় বিনেশ ফোগাট পদক মামলার রায় বের হবে।
মামলার আর্বিট্রেটর অ্যানাবেন বেনেট গুরুত্বপূর্ণ এই মামলা নিয়ে আরও কিছু বিষয় খতিয়ে দেখছেন বলে খবর। বিনেশের হয়ে এই মামলা লড়ছেন আইনজীবী হরিশ সালভে ও বিদুস্পত সিঙ্ঘানিয়া। আগেই জানানো হয়েছিল, বিনেশের পদক নিয়ে সিদ্ধান্ত অলিম্পিক্স শেষের আগেই হয়ে যাবে। সোমবার রাত সাড়ে ১২টায় প্যারিস অলিম্পিকের সমাপ্তি অনুষ্ঠান। আরও পড়ুন-কিংবদন্তিকে ছাপিয়ে নজির গড়ে ম্যারাথনে সোনা ইথিওপিয়ার তামিরাত তোলার, হ্যাটট্রিক হল না কিপচগের
দেখুন খবরটি
The ad hoc division of CAS has extended time till 6:00 p.m. on August 11, 2024, for the Sole Arbitrator Hon. Dr Annabelle Bennett in the Vinesh Phogat vs. United World Wrestling & the International Olympic Committee to issue a decision. The reasoned order will be issued at a…
— ANI (@ANI) August 10, 2024
বিনেশের আইনজীবীদের দাবি, ফাইনালে ওঠার সুবাদে তাঁকে রুপোর পদক দেওয়া হোক। কারণ ওজন ঠিক থাকায় তিনি সেমিফাইনালে খেলার সুযোগ পেয়েছিলেন, এবং সেই ম্যাচে জিতেছিলেন।