Lakshya Sen & Manu Bhaker (Photo Credits: @Saurabhk0096 & @realmanubhaker/ X)

অলিম্পিকে ভালো শুরুর পরে, ভারতীয়রা গেমসের সাত নম্বর দিনে আজ পদকের আশায় নামবে দল। চলতি প্যারিস অলিম্পিক ২০২৪ (Paris Olympics 2024)-এ শুক্রবার গ্রীষ্মকালীন অলিম্পিকে পুরুষদের ব্যক্তিগত স্ট্রোক প্লে রাউন্ড ২-এ ভারতের অভিযান শুরু করবেন গল্ফার শুভঙ্কর শর্মা এবং গঙ্গনজিৎ ভুল্লার। একই সঙ্গে ভারতের মনু ভাকের প্যারিসে তাঁর পদক উৎসব চালিয়ে যাবেন। প্যারিস অলিম্পিকে দু'বারের ব্রোঞ্জজয়ী ভাকের এষা সিংয়ের সঙ্গে মহিলাদের ২৫ মিটার পিস্তল কোয়ালিফিকেশনে খেলবেন। সর্বভারতীয় লড়াইয়ে স্বদেশী এইচ এস প্রণয়কে হারিয়ে প্যারিসে অলিম্পিক ব্যাডমিন্টন টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে উঠেছেন লক্ষ্য সেন। কোয়ার্টার ফাইনালে কমনওয়েলথ গেমসের বর্তমান চ্যাম্পিয়ন চাইনিজ তাইপের চৌ তিয়েন চেনের বিরুদ্ধে খেলবেন তিনি। শ্যুটার অনন্তজিৎ সিং নারুকা পুরুষদের স্কিট যোগ্যতায় একমাত্র যোদ্ধা হবেন। হরমনপ্রীত সিংয়ের হকি দল আজ তাদের শেষ পুল ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে। প্যারিসের অ্যাথলেটিক্স ইভেন্টে ভারতের হয়ে খেলবেন অঙ্কিতা ধ্যানী, পারুল চৌধুরী ও তাজিন্দরপাল সিং তুর। Paris 2024 Olympics, Day 6, Medal Tally: প্যারিস অলিম্পিকে পদক তালিকায় শীর্ষস্থানে চিন, পদক পেয়েও অনেক পিছিয়ে ভারত

কবে আয়োজিত হবে প্যারিস অলিম্পিক ২০২৪ সপ্তম দিন? 

২ আগস্ট আয়োজিত হবে প্যারিস অলিম্পিক ২০২৪ সপ্তম দিন।

কখন থেকে শুরু হবে প্যারিস অলিম্পিক ২০২৪ সপ্তম দিন?

প্যারিস অলিম্পিক ২০২৪ সপ্তম দিন শুরু হবে ভারতীয় সময় দুপুর ১২টা ৩০ মিনিটে।

দেখুন সূচি

জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন প্যারিস অলিম্পিক ২০২৪ সপ্তম দিন?

প্যারিস অলিম্পিক ২০২৪ সপ্তম দিন ভারতে টেলিভিশনে সম্প্রচার করা হবে স্পোর্টস১৮ নেটওয়ার্কে (Sports18 1 SD এবং Sports18 1 HD TV)।

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন প্যারিস অলিম্পিক ২০২৪ সপ্তম দিন?

প্যারিস অলিম্পিক ২০২৪ সপ্তম দিন অনলাইনে সরাসরি সম্প্রচার করা হবে জিওসিনেমা (Jio Cinema) অ্যাপে।