অলিম্পিকে ভালো শুরুর পরে, ভারতীয়রা গেমসের ছয় নম্বর দিনে আজ পদকের আশায় নামবে দল। চলতি ২০২৪ প্যারিস অলিম্পিকে আজ ১৬ জন ভারতীয় অ্যাথলিট তিরন্দাজি, অ্যাথলেটিক্স, বক্সিং, ব্যাডমিন্টন, গল্ফ, হকি, শুটিং এবং সেইলিংয়ে অংশ নিচ্ছেন। যোগ্যতা অর্জনে সপ্তম স্থানে শেষ করার পরে ৫০ মিটার রাইফেল ৩ পজিশনের ফাইনালে অংশ নিয়ে স্বপ্নিল কুসালে ভারতের জন্য পদক অর্জন করতে চাইবেন। এছাড়া রেসওয়াকার অক্ষদীপ সিং, বিকাশ সিং এবং পরমজিৎ বিস্ত এবং প্রিয়াঙ্কা গোস্বামী ভারতের জন্য পদক জিততে চাইবেন। ইতিমধ্যেই নকআউটে জায়গা করা ভারতীয় পুরুষ হকি দল গ্রুপ পর্বের পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা বেলজিয়ামের বিরুদ্ধে খেলবে। মেয়েদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনের কোয়ালিফিকেশন রাউন্ডে খেলছেন দুই শ্যুটার সিফট কৌর সামরা ও অঞ্জুম মৌদগিল। পিভি সিন্ধু এবং লক্ষ্য সেন মহিলা এবং পুরুষদের সিঙ্গলস প্রতিযোগিতার রাউন্ড অফ ১৬-এ খেলবেন। বুধবার সরবজ্যোত সিং-মনু ভাকেরের ঐতিহাসিক দ্বিতীয় পদক জয়ের পর আর কোনও পদক জেতা হয়নি। Paris 2024 Olympics, Day 5, Medal Tally: প্যারিস অলিম্পিকে শীর্ষস্থানে চিন, পদকের লড়াইয়ে টেক্কা দিচ্ছে ফ্রান্স
কবে আয়োজিত হবে প্যারিস অলিম্পিক ২০২৪ ছয় নম্বর দিন?
১ আগস্ট আয়োজিত হবে প্যারিস অলিম্পিক ২০২৪ ছয় নম্বর দিন।
কখন থেকে শুরু হবে প্যারিস অলিম্পিক ২০২৪ ছয় নম্বর দিন?
প্যারিস অলিম্পিক ২০২৪ ছয় নম্বর দিন শুরু হবে ভারতীয় সময় সকাল ১১ টায়।
দেখুন সূচি
Updated Day 6 Schedule for Team India today!🇮🇳
Swapnil Kusale shoots for medals while big Badminton knockouts are on our way!💙#SKIndianSports #Paris2024 #Olympics pic.twitter.com/0fptYGuxs5
— Sportskeeda (@Sportskeeda) August 1, 2024
জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন প্যারিস অলিম্পিক ২০২৪ ছয় নম্বর দিন?
প্যারিস অলিম্পিক ২০২৪ ছয় নম্বর দিন ভারতে টেলিভিশনে সম্প্রচার করা হবে স্পোর্টস১৮ নেটওয়ার্কে (Sports18 1 SD এবং Sports18 1 HD TV)।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন প্যারিস অলিম্পিক ২০২৪ ছয় নম্বর দিন?
প্যারিস অলিম্পিক ২০২৪ ছয় নম্বর দিন অনলাইনে সরাসরি সম্প্রচার করা হবে জিওসিনেমা (Jio Cinema) অ্যাপে।