প্যারিস অলিম্পিকে তৃতীয় দিনটা একেবারেই ভাল গেল না ভারতের। শ্যুটিংয়ে পদকের একেবারে কাছে পৌঁছেও ভাগ্যের কাছে হারলেন অর্জুন বাবুতা। পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেলের ফাইনালে অনেকটা সময় দ্বিতীয় স্থানে থেকেও শেষ অবধি চতুর্থ হয়ে পদক জেতা হল না অর্জুনের। মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেলের ফাইনালে সপ্তম স্থানে শেষ করলেন রমিতা জিন্দাল। তবে একটা সুখবর, ১০ মিটার এয়ার পিস্তলে মিক্সড ইভেন্টে মানু ও সর্বজিৎ জুটি তিন নম্বরে শেষ করেন। মানুদের গ্রুপে শীর্ষস্থান পায় তুরষ্কের তারহান সেভাল লায়ডা ও ডিকেচ ইউসুফ। পয়েন্ট তালিকায় দু নম্বরে থাকে সার্বিয়ার অরুনোভিচ জ়োরানা ও মিকেচ দামির। আর তৃতীয় স্থানে শেষ করলেন মানু ও সর্বজিৎ। প্রথম দুই স্থানে শেষ করা দুই গ্রুপ খেলবে সোনার ম্যাচে আর ভারতীয় জুটি মানু- সর্বজিৎ খেলবে ব্রোঞ্জের ম্যাচে। ব্রোঞ্জ জয়ের ম্যাচে মানুদের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া।
তিরন্দাজিতে ব্যর্থতা অব্যাহত থাকল। মহিলাদের পর ভারতের পুরুষ দলও কোয়ার্টার ফাইনালে হেরে পদকের লড়াই থেকে ছিটকে গেল। তরুণদীপ রাই, ধীরাজ বোম্বাদেবরা, প্রবীণ যাদবরা ২-৬ হারলেন তুরস্কের বিরুদ্ধে। তবে দীপিকাদের থেকে ভাল খেললেন তরুদীপরা। দীপিকারা কাল কোয়ার্টার ফাইনালে ০-৬ হেরেছিলেন নেদারল্যান্ডসের বিরুদ্ধে।
হকিতে কোনওরকমে আর্জেন্টিনার বিরুদ্ধে ১-১ গোলে ড্র করল ভারতীয় দল। খেলার একেবারে শেষের দিকে পেনাল্টি কর্নার থেকে গোল করে ভারতকে এক পয়েন্ট এনে দেন অধিনায়ক হরমনপ্রীত সিং। প্রথম ম্যাচে ভারত ৩-২ গোলে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে জিতেছিল। এবার আগামিকাল, মঙ্গলবার আয়ারল্যান্ডের বিরুদ্ধে গ্রুপে তাদের তৃতীয় ম্যাচে নামবেন হরমনপ্রীত-রা। ভারতের গ্রুপে প্রথম দুটি স্থানে আছে বেলজিয়াম ও অস্ট্রেলিয়া। গ্রুপ থেকে চারটি দল কোয়ার্টার ফাইনালে উঠবে।
তবে ব্যাডমিন্টনে পদকের দিকে এগোলেন ভারতের সেরা বাজি সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টি জুটি। ডবলসের কোয়ার্টার ফাইনালে উঠলেন সাত্ত্বিকসাইরাজ-চিরাগ। গ্রুপের ম্যাচে বেলজিয়ামের জুলিয়েন কাররাগ্গি-র বিরুদ্ধে ২১২-১৯, ২১ -১৪ জিতলেন লক্ষ্য সেন।
টেনিস, সাঁতারে ভারতের চ্যালেঞ্জ শেষ হয়ে গিয়েছে। মহিলাদের শ্য়ুটিংয়ে ১০ মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ জিতে চলতি অলিম্পিকে ভারতের পদকের খাতা খুলিয়েছেন মানু ভাকের। মহিলাদের বক্সিংয়ে পদকের দিকে এগিয়েছে নিখাত জারিন। টেবল টেনিসে ব্যক্তিগত বিভাগে শুরুতেই হেরে বিদায় নিয়েছেন অলিম্পিক উদ্বোধনের পতাকাবাহক শরত কমল।
এদিকে, টেনিসে পুরুষদের সিঙ্গলসে দ্বিতীয় রাউন্ডে হাইপ্রোফাইল ম্যাচে রাফায়েল নাদাল-কে ৬-০, ৬-৪ হারিয়েছেন নোভাক জকোভিচ।