প্যারিস অলিম্পিকের শুক্রবার দুপুরটা ভারতীয় খেলাধুলোর কাছে স্মরণীয় হয়ে থাকল। গতকাল, রাতে পিভি সিন্ধু থেকে নিখাত জারিনদের হারে নুইয়ে পড়া ভারতীয় শিবিরে আচমকাই স্মরণীয় সব জয়ের খবর। হকিতে ৫২ বছর পর অস্ট্রেলিয়াকে হারিয়ে নজির গড়ল ভারতীয় পুরুষ দল। শেষবার ১৯৭২ অলিম্পিকে হকিতে ভারত হারিয়েছিল হকিতে। কিন্তু তখনও হকিতে অ্যাস্ট্রোটার্ফে খেলা হত না।  হকিতে স্মরণীয় জয়ের ঠিক আগে তিরন্দাজিতে এই প্রথম সেমিফাইনালে উঠল ভারত। তিরন্দাতির মিক্সড টিম ইভেন্টে পদক জেতা থেকে আর মাত্র একটা জয় দূরে ভারত। মিক্সড টিম ইভেন্ট সেমিতে অঙ্কিতা ভগত-ধীরাজ বোম্বাদেবারা জুটি খেলবেন অতি শক্তিশালী দক্ষিণ কোরিয়া।

হকিতে গ্রুপের শেষ ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত জিতল ৩-২ গোলে। জোড়া গোল করে ম্যাচের নায়ক অধিনায়ক হরমনপ্রীত সিং। হকিতে সবুজ মাঠের পরিবর্তে কৃত্রিম পিচ বা অ্যাস্টোটার্ফ চালু হওয়ার পর থেকে এই প্রথম হারল ভারত। অ্যাস্টোটার্ফে অলিম্পিকের মত মেগা ইভেন্টে অস্ট্রেলিয়াকে হারাবে ভারত, এটা একটা সময় বিশ্বাস করতেই ভুলে গিয়েছিলেন সমর্থকরা। বড় শক্তিশালী দলেদের হারালেও আধুনিক হকিতে ভারত কিছুতেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সুবিধা করতে পারে না। কিন্তু শুক্রবার প্যারিসে নিজেদেরও যেন ছাপিয়ে গেলেন হরমনপ্রীত, শ্রীজেশরা। শ্রীজেশ বারপোস্টের নিচে নিচে দাঁড়িয়ে নিশ্চিত তিনটি গোল বাঁচিয়ে দলকে স্মরণীয় জয় এনে দিলেন।

দেখুন ছবিতে

ম্যাচের ১২ মিনিটে অভিষেকের গোলে এগিয়ে যায় ভারত। ১-০ হওয়ার এক মিনিট পরেই পেনাল্টি কর্নার থেকে দলের ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক হরমনপ্রীত। জোড়া গোল খেয়ে হতাশ না হয়ে দ্বিগুণ শক্তিতে ঝাঁপায় অজিরা। খোঁচা খাওয়া বাঘ অজিরা পেনাল্টি কর্মার থেকে ম্যাচের ২৫ মিনিটে ব্যবধান কমায়। এরপর খেলা শেষের মিনিট পাঁচেক আগে পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে অজিদের হয়ে ফল ২-৩ করেন ব্লেক গ্রোবার্স। এরপর ভারত আরও একটি গোল করে, কিন্তু পরে সেটা বাতিল হয়।

শেষ অবধি খেলার ফল হয় ৩-২। তিনটি জয় (নিউ জিল্যান্ড, আয়ারল্যান্ড ও অস্ট্রেলিয়া), একটি ড্র (আজর্জেন্টিনা) ও একটি হার (বেলজিয়াম)-এর সুবাদে গ্রুপের খেলা ১০ পয়েন্ট শেষ করল ভারত। গ্রুপে এখন বেলজিয়ামের পিছনে ভারত দু নম্বরে আছে। আর্জেন্টিনা তাদের শেষ ম্যাচে বেলজিয়ামের সঙ্গে পয়েন্ট নষ্ট করলে দু নম্বরে শেষ করবেন হরমনপ্রীতরা। কোয়ার্টার ফাইনালে ভারতের সম্ভাব্য প্রতিপক্ষ স্পেন বা গ্রেট ব্রিটেন।