টোকিও, ৩১ অগাস্ট: টোকিও প্যারালিম্পিক্সে (Tokyo Paralympics 2020) ভারতীয় অ্যাথলিটদের ঐতিহাসিক সাফল্য। এই প্রথম কোনও অলিম্পিক গেমসে ভারতের পদক সংখ্যা ডবল ফিগার বা দুই অঙ্কের সংখ্যায় থাকছে। মঙ্গলবার পুরষদের লংজাম্পের T63 ইভেন্ট থেকে দুটো পদক জিতল ভারত। একই ইভেন্টে রুপো জিতেলন মারিয়াপ্পান থঙ্গভেলু (Mariyappan Thangavelu)। ব্রোঞ্জ জিতলেন শরদ কুমার (Sharad Kumar)। এই বিভাগে গতবার মানে ২০১৫ রিও অলিম্পিকে সোনা জিতেছিলেন মারিয়াপ্পান। এবার ১.৮৬ মিটার লাফিয়ে রুপো জিতলেন তিনি। আরও পড়ুন: ১২ বছর পরে পুরোনো ক্লাব, ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
Just as at Rio 2016, #IND have 2️⃣ athletes in the podium places in Men's High Jump T63 Final! 🔥🔥
Mariyappan Thangavelu and Sharad Kumar have won #silver and #bronze medals respectively, taking 🇮🇳's medal tally into double figures! 😍#Tokyo2020 #Paralympics #ParaAthletics pic.twitter.com/HSadcK8Nnt
— #Tokyo2020 for India (@Tokyo2020hi) August 31, 2021
তাঁর চেয়ে সামান্য বেশি, ১.৮৮ মিটার লাফিয়ে সোনা জেতেন মার্কিন প্যারা হাইজাম্পার স্যাম গ্রেউই। শরদ ১.৮৩ মিটার লাফিয়ে ব্রোঞ্জ জেতেন। তার আগে আজ সকালে ১০ মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ জেতেন সিংরাজ আধহানা। সব মিলিয়ে এখনও পর্যন্ত টোকিও প্যারালিম্পিক্সে ভারত জিতেছে ২টি সোনা, ৫টি রুপো, ৩টি ব্রোঞ্জ।
Silver and Bronze for India🇮🇳🇮🇳🇮🇳.. pic.twitter.com/Ezvr4uHixU
— BIBHUJIT PATRA (@BIBHUJIT4) August 31, 2021
এত পদক কোনও একটা প্যারালিম্পিক্স এর আগে জেতেনি ভারত। গতকাল টোকিও প্যারিলিম্পিক্সে (Tokyo Paralaympics 2020) একদিনে আসে দুটি সোনার পদক। সকালে ১০ মিটার প্যারা শ্যুটিংয়ে অবনী লেখারা-র পর, বিকেলে এবার জ্যাভলিন থ্রোয়ের F64 বিভাগে বিশ্বরেকর্ড গড়ে সোনা জেতেন সুমিত অ্যান্তিল (Sumit Antil )। ৭ অগাস্ট টোকিও অলিম্পিকে জ্যাভলিনে সোনা জিতেছিলেন নীরজ চোপড়া। আর সেই টোকিওতে প্যারালিম্পিক্সের সেই জ্যাভলিন থ্রোয়েই নীরজের ২৩ দিন পর সোনা জেতেন সুমিত।