কমনওয়েলথ গেমসে (CWG 2022) জাভলিনে সোনা জিতলেন পাকিস্তানের আরশাদ নাদিম ( Arshad Nadeem)। তবে স্বর্ণপদক জেয়র পরেই জানালেন বন্ধু তথা ভাই নীরজ চোপড়াকে তিনি খুব মিস করছেন। চোটের কারণে একেবারে শেষ মুহূর্তে কমনওয়েলথ গেমস থেকে নাম তুলে নেন নীরজ চোপড়া। সোনার ছেলের এহেন প্রস্থানে হতবাক হয়েছিলেন অনুরাগীরা। এদিন পদক জয়ের পর আরশাদ নাদিম বলেন, "নীরজ আমার ভাই। আমি তাকে এখানে মিস করছি। আল্লাহ যেন তাকে সুস্থ রাখেন এবং আমাকে শীঘ্রই তার সাথে প্রতিযোগিতা করার সুযোগ দেন।"

দেখুন ছবি

বিশ্ব চ্যাম্পিনয়ন শিপে গত মাসেই বর্শা ছুঁড়ে রূপো জিতেছিলেন নীরজ চোপড়া। আরশাদ সেখানে পঞ্চম স্থান অধিকার করলেও  প্রথম পাকিস্তানি হিসেবে ওই উচ্চতায় পৌঁছান তিনি। গুয়াহাটিতে অনুষ্ঠিত সাউথ এশিয়ান গেমসে অংশগ্রহণের সময়েই এই দুই ক্রীড়াবিদের মধ্যে সখ্যতা তৈরি হয়। চার বছর আগে এশিয়ান গেমসে স্বর্ণপদক জয় করেছিলেন নীরজ চোপড়া। আর আরশাদ নাদিম পেয়েছিলেন ব্রোঞ্জ।