ইসলামাবাদ, ৫ মার্চ: পাকিস্তান ক্রিকেট দলের পারফরম্যান্স একেবারে তলানিতে ঠেকেছে। কিছুতেই বড় ছক্কা হাঁকাতে পারছেন না পাক ব্যাটাররা। আর তাই সে সব ঠিক করতে দেশের সেনা জওয়ানদের সঙ্গে ট্রেনিং করবেন বাবর আজমরা। পাক ক্রিকেট বোর্ড (PCB) এমনটাই করতে চলেছে পিসিএল মিটলে। দলের ক্রিকেটারদের ফিটনেস ও গায়ের জোর বাড়াতে সেনাবাহিনীর দ্বারস্থ পিসিবি।
ক মাস আগে ভারতে এসে বিশ্বকাপে খুব খারাপ খেলে শুরুতেই বিদায় নেওয়ার পর, অধিনায়কের পদ থেকে বাবর আজম সরে দাঁড়ান। এরপর পাকিস্তান ক্রিকেটের অবস্থা আরও খারাপ হয়েছে। অস্ট্রেলিয়ায় গিয়ে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ, টি-২০-সিরিজে হারে নিউ জিল্যান্ডে হার। টেস্টে শান মাসুদ ও টি-২০তে শাহিন শাহ আফ্রিদির নেতৃত্বে নেমে শুধুই হেরেই চলেছে পাকিস্তান। আরও পড়ুন-ধরমশালায় সেঞ্চুরি হাঁকানোর আগে কী বললেন অশ্বিন, দেখুন ভিডিয়ো
আর বাবর আজম, আফ্রিদিদের হাল ফেরাতে এবার দেশের সেনা বাহিনীর দ্বারস্থ পাক ক্রিকেট বোর্ড। এমনিতেই পাকিস্তানকে নিয়ে বদনাম আছে, দেশটা নাকি মুখোশ গণতন্ত্রের আড়ালে আসলে চালান সেনা কর্তারা। এবার পাক সেনা ঢুকে পড়ল ক্রিকেটেও। আরও
দেখুন খবরটি
Pakistan's cricketers will train with the army after the PSL, with the PCB chairman saying they need to improve their fitness to hit bigger sixes 👀
👉 https://t.co/vOvvgmKrIP pic.twitter.com/TGI3lo7G4i
— ESPNcricinfo (@ESPNcricinfo) March 5, 2024
পাকিস্তান সুপার লিগ মিটলেই বাবর আজম-রা দেশের সেনা জওয়ানদের সঙ্গে কঠোর অনুশীলনে নেমে পড়বেন। সেনারা যেভাবে কঠোর দৈহিক পরিশ্রম করে নিজেদের তৈরি রাখেন, বাবর আজম, রিজওয়ান, আফ্রিদি-রাও তাই করবেন। পাকিস্তানের ক্রিকেট বোর্ড কর্তারা মনে করছেন, প্রতিভা অনেক থাকলেও পাকিস্তানের ক্রিকেটারদের হতাশজনক পারফরম্যান্সের পিছনে আসল কারণ হল তাদের ফিটনেস। আর তাই দেহের মেদ ঝরিয়ে পুরো সেনা সুলভ ফিটনেসের জন্য জওয়ানদের সঙ্গে ট্রেনিং করবেন পাক ক্রিকেটার-রা। টি-২০ বিশ্বকাপ জিততে সেনাই এখন ভরসা পিসিবি-র।