Champions Trophy 2025: খেলতে যাবে না ভারত, এবার চ্যাম্পিয়ন্স ট্রফিও সরবে পাকিস্তান থেকে!
Pakistan Team (Photo Credit: Pakistan Cricket/ X)

চলতি বছর এশিয়া কাপে খেলতে পাকিস্তানে যায়নি ভারতীয় ক্রিকেট দল। তাই গ্রুপের দুটি ম্য়াচ ছাড়া এশিয়া কাপ সরে যায় পাকিস্তান থেকে। ভারতে এশিয়া কাপে খেলতে যায়নি বলে, পাল্টা ভারতে এসে বিশ্বকাপ খেলতে রাজি হয়নি পাকিস্তান। কিন্তু শেষ অবধি আর্থিক কারণে বিশ্বকাপ বয়কটের রাস্তায় হাঁটেনি পিসিবি।

২০২৩ বিশ্বকাপে ভারতে খেলার শর্তে পাকিস্তানের শর্ত টিম ইন্ডিয়াকে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যেতে হবে। কিন্তু বিসিসিআই এখনও অনড়। পাকিস্তানে খেলতে যাওয়ার প্রশ্নই নেই বলে ইঙ্গিত দিয়েছে ভারতীয় বোর্ড। আর আইসিসি-কে ৯০ শতাংশ অর্থ এনে দেওয়া ভারত ছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফি হওয়া অসম্ভব।

পাকিস্তান থেকে তাই চ্যাম্পিয়ন্স ট্রফি সরে যাওয়ার সম্ভাবনা বাড়ছে। পাকিস্তানের পরিবর্তে ২০২৫ বিশ্বকাপ সংযুক্ত আরবআমিরশাহির দুবাই, আবুধাবি ও শারজায় হওয়ার সম্ভাবনাই বাড়ছে। এবার বিশ্বকাপে প্রথম আটটি স্থানে থাকা দলকে নিয়ে ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি হবে।