মেলবোর্নে শুরু হচ্ছে টি-২০ বিশ্বকাপের ফাইনাল। এমসিজি-তে মুখোমুখি পাকিস্তান-ইংল্যান্ড। নিউজিল্যান্ডকে সেমিফাইনালে হারিয়ে ১৩ বছর পর টি-২০ ফাইনালে খেলতে নামবে পাকিস্তান। অন্যদিকে, ভারতকে সেমিফাইনমালে উড়িয়ে দ্বিতীয়বার টি-২০ বিশ্বকাপ জয়ের লক্ষ্যে নামবে ইংল্যান্ড।

দুটি দলই দলীয় ভারসাম্যের বিচারে এক জায়গায় দাঁডি়য়ে। তবে ফাইনালের লড়াই মূলত ইংল্যান্ডের ব্যাটিং বনাম পাকিস্তানের বোলিংয়ের মধ্যে। জস বাটলার,আলেক্স হেলস সেমিফাইনালে যেমন খেলছেন, সেই ফর্মে এমসিজি-র ফাইনালে নিয়ে এলে পাকিস্তানের দু:খ আছে। তবে পাকিস্তানেরও আছে শাহিন আফ্রিদি, বাবর আজম, মহম্মদ রিজওয়ান।

আরও পড়ুন-ফাইনালে হল না, তা হলে ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ আবার কবে

এক নজরে দেখে নেওয়া যাক টি-২০ বিশ্বকাপের ফাইনাল নিয়ে কিছু তথ্য

টি-২০ বিশ্বকাপ ২০২২-এর ফাইনালে পাকিস্তান-ইংল্যান্ড ম্যাচ কবে, কোথায় আয়োজিত হবে

টি-২০ বিশ্বকাপ ২০২২-এর ফাইনাল আজ, রবিবার ১৩ নভেম্বর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে আয়োজিত হবে।

ভারতীয় সময় কখন শুরু হবে ফাইনাল ম্যাচ

ভারতীয় সময় দুপুর দেড়টা থেকে মেলবোর্নে শুরু হবে ফাইনাল

সরাসরি কোন টিভি চ্যানেলে দেখা যাবে খেলা

স্টার স্পোর্টস নেটওয়ার্কের বিভিন্ন চ্যানেলে সরাসরি দেখা যাবে ম্যাচ। স্টার স্পোর্টস ১, ৩-এর এসডি ও এইচডি-র মাধ্যমে সরাসরি দেখা যাবে ম্যাচ।

সরাসরি অনলাইনে কীভাবে দেখা যাবে খেলা

ডিজনি+হটস্টারের মাধ্যমে সরাসরি দেখা যাবে খেলা

ফাইনালে কে এগিয়ে

৫০:৫০। তবে দলগতি ভারসাম্যে এগিয়ে পাকিস্তান, আর বড় ম্যাচ উইনারের বিচারে এগিয়ে ইংল্যান্ড।

বৃষ্টিতে ভেস্তে গেলে কী হবে

বৃষ্টিতে সারাদিনে একটা বলও না হতে পারলে রিজার্ভ ডে থাকছে। সেক্ষেত্রে সোমবার ফাইনালে খেলবে পাকিস্তান-ইংল্যান্ড। সোমবার রিজার্ভ ডে-তেও ফাইনালে খেলা দুই দল যুগ্মভাবে বিজয়ী ঘোষিত হবে।