Pakistan Hockey Team to Tour India: গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলায় প্রাণ হারান ২৬ জন ভারতীয় পর্যটক। সেই জঙ্গি হামলায় পাকিস্তানের সরাসরি জড়িত থাকার প্রমাণ মেলে। সেই কারণে পাকিস্তানে জঙ্গি ঘাঁটি নির্মুল করতে 'অপরাশেন সিঁদুর' চালায় ভারত সরকার। অপারেশন সিঁদুরের পর ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়। দেশজুড়ে যুদ্ধের প্রস্তুতিতে মকড্রিলও শুরু হয়েছিল। কোনওরকম যুদ্ধবিরতির পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন, অপারেশন সিঁদুর জারি থাকবে। কিন্তু এরই মাঝে পাকিস্তান নিয়ে নরম সুর মোদী সরকারের। গতকাল সোশ্যাল মিডিয়া পাকিস্তানের শিল্পী-ক্রিকেটার, ক্রিয়েটরদের ওপর সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞা তোলার পর, এবার খেলার মাঠে নয়া সিদ্ধান্ত। আগামী মাসে হতে চলা এশিয়া কাপ হকির (Asia Cup Hockey 2025) জন্য ভারতের মাটিতে পাকিস্তান দলকে খেলার অনুমতি দিল কেন্দ্রীয় সরকার। পাশাপাশি পাকিস্তানের জুনিয়র হকি দলকেও ভারতে হতে চলা যুব বিশ্বকাপে খেলার সবুজ সঙ্কেত দিল মোদী সরকার।
আগামী ২৭ অগাস্ট থেকে বিহারের রাজগিরে হতে চলেছে এশিয়া কাপ হকি টুর্নামেন্ট, নভেম্বর তামিলনাড়ুতে হবে যুব হকি বিশ্বকাপ
আগামী ২৭ অগাস্ট থেকে ৭ সেপ্টেম্বর বিহারের রাজগিরে আয়োজন হতে চলেছে ১২তম এশিয়া কাপ হকি। এশিয়ার এক নম্বর এই হকি টুর্নামেন্টে ভারত, পাকিস্তান ছাড়াও খেলবে দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, চিন, জাপান, ওমান ও চাইনিজ তাইপে। আট দেশের এই টুর্নামেন্টের জয়ী দল সরাসরি ২০২৬ হকি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে। এরপর চলতি বছরের শেষের দিকে ২৮ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর চেন্নাই ও মাদুরাইয়ে আয়োজিত হবে যুব (অনুর্ধ্ব ১৯) হকি বিশ্বকাপ। সেই যুব বিশ্বকাপে খেলতে আসার বিষয়েও পাকিস্তানকে সবুজ সঙ্কেত দিল কেন্দ্রীয় সরকার।
পাকিস্তান হকি দলকে ভারতে খেলার ব্যাপারে সবুজ সঙ্কেত
India To Allow Pakistan Hockey Team To Compete In Asia Cup: Ministry https://t.co/N8Fj2gHnL7 @shivaroor @cheerica pic.twitter.com/Xgm8ePx8Qv
— NDTV (@ndtv) July 3, 2025
সেপ্টেম্বর এশিয়া কাপ ক্রিকেটেও হতে চলেছে ভারত-পাকিস্তান ম্যাচ
পাকিস্তান হকি দলকে ভারতের মাটিতে খেলতে দেওয়ার মোদীর সরকারে সবুজ সঙ্কেত দেওয়া, সেপ্টেম্বরে ইউএই-তে হতে চলা এশিয়া কাপ টি-২০ ক্রিকেটেও ভারত-পাকিস্তান ম্যাচ হওয়ার ব্য়াপারে কোনও জটিলতা থাকল না। অপরাশেন সিঁদুরের সময় বাইশ গজে ভারত-পাক ম্যাচ হওয়ার কথা ভাবাও যাচ্ছিল না। যে দিকে পরিস্থিতি এগোচ্ছে তাতে আগামী ৭ সেপ্টেম্বর এশিয়া কাপ ক্রিকেটে ভারত-পাকিস্তান ম্যাচ খেলতে দেখা যাবে। পাকিস্তানের ক্রিকেটারদের সোশ্যাল মিডিয়া পর্যন্ত নিষিদ্ধ ঘোষণা করা হয়। বিজেপিপন্থী ক্রীড়া প্রশাসকদের একাংশের যুক্তি, খেলাধুলোর মঞ্চে পাকিস্তানকে সব সময় পুরোপুরি বয়কট করলে, তাতে দেশের খেলাধুলোর ক্ষতি হতে পারে। কারণ আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানকে বয়কট করলে তাতে বিভিন্ন খেলার বিশ্বকাপ, অলিম্পিকে খেলতে সমস্যায় পড়তে পারেন ভারতীয়রা। তাই পাকিস্তানের সঙ্গে সম্পর্কটা খেলাধুলোয় টেনে না আনাই ভাল।
পহেলগামের জঙ্গিরা এখনও ধরা পড়েনি
পহেলগামের জঙ্গিরা এখনও ধরা না পড়লেও, পাকিস্তান এখনও উস্কানিমূলক মন্তব্য এখনও অব্যাহত রাখলেও কী কারণে পাকিস্তানের ওপর নরম হল মোদী সরকার, তা নিয়ে তোপ দেগেছে কংগ্রেস সহ দেশের বিরোধী দলগুলি।