Pakistan Cricket Team Pink Jersey: গাঢ় সবুজ রঙের পোশাক পরেই পাকিস্তানকে সীমিত ওভারের ক্রিকেট খেলতে দেখে এসেছে সবাই। কিন্তু সেটা আজ বদলে গেল। মঙ্গলবার রাতে রাওয়ালপিন্ডিতে (Rawalpindi T20I) দক্ষিণ আফ্রিকা (PAK vs SA)-র বিরুদ্ধে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে গোলাপী পোশাক পরে খেলতে নামলেন পাকিস্তানের ক্রিকেটাররা। ভারতীয় সময় রাতে সাড়ে ৮টা থেকে শুরু হবে এই ম্য়াচ। তবে তার আগেই স্টেডিয়ামে পাক ক্রিকেটারদের গোলাপী পোশাক পরে প্র্যাকটিশ করতে দেখা গেল।
দেখুন গোলাপী পোশাকে পাক ক্রিকেটারদের
PAKISTAN’S TEAM SPECIAL PINK JERSEY FOR THE 1ST T20I. 🇵🇰💗 pic.twitter.com/WXcyAmsuvZ
— Sheri. (@CallMeSheri1_) October 27, 2025
স্তন ক্যান্সার নিয়ে সচেতনতায় পাকিস্তান ক্রিকেট বোর্ড
আসলে স্তন ক্যান্সার (Breast Cancer Awareness) নিয়ে সচেতনার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড 'পিঙ্ক রিবন পাকিস্তান'নামের এক উদ্যোগ নিয়েছে। সেই উদ্যোগেই সামিল হয়ে এদিন সলমন আঘা, শাহিন শাহ আফ্রিদিরা এই প্রথম গোলাপী রঙের পোশাক পরে আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামবেন। স্তন ক্যান্সার সচেতনার রঙ গোলাপীর কথা মাথায় রেখে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটেররা হাতে পিঙ্ক রিবন পরে নামলেন। উইকেটগুলিও গোলাপী রঙের করা হয়েছে।
গোলাপী পোশাক নিয়ে কী বলল পাকিস্তান ক্রিকেট বোর্ড
এই ম্যাচের সম্প্রচার চলাকালীন ধারাভাষ্যকাররা স্তন ক্যানসার সচেতনতার বার্তা শেয়ার করবেন, যাতে এই সামাজিক উদ্যোগটি আরও মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়। পিসিবি-র প্রধান কার্যনির্বাহী কর্মকর্তা সুমাইর আহমেদ সাঈদ জানিয়েছেন, সমাজে সচেতনতা বৃদ্ধির মতো গুরুত্বপূর্ণ উদ্যোগে ক্রিকেটের জনপ্রিয়তা ও প্রভাব ব্যবহার করতে পেরে তারা গর্বিত। তিনি আরও বলেন, এই উদ্যোগের প্রতি বোর্ডের অঙ্গীকার অবিচল থাকবে। প্রসঙ্গত, টেস্ট সিরিজ ১-১ ড্র হওয়ার পর আজ থেকে তিন ম্য়াচের টি-২০ সিরিজে নামছে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা।