Asia Cup Cricket 2025: রবিবার দুবাইয়ে ভারতীয় ক্রিকেটাররা হাত মেলাতে (Handshake row) অস্বীকার করা কাণ্ডে রাগ কিছুতেই যাচ্ছে না পাকিস্তান (Pakistan Cricket Team)। ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের ( Andy Pycroft) বিরুদ্ধে শাস্তি দাবি করেও কোনও লাভ না হওয়ার রাগ আরও বেড়েছে ইমরান খানের দেশের। পাকিস্তানের রাগকে অবশ্য গুরুত্ব দিচ্ছে না এশিয়ান ক্রিকেট কাউন্সিল (ACC)। খেলা শেষে হাত মেলানোটা সৌজন্য়ের, এটা কোনও নিয়ম নয়। গতকাল, সোমবার পাকিস্তান টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে জানানো হয় ভারত-পাক ম্য়াচের রেফারি অ্যান্ডি পাইক্রফট-কে শাস্তি না দিলে তারা চলতি এশিয়া কাপ বয়কট করবে।
ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলন করল না পাকিস্তান
পাকিস্তানের সেই দাবি খারিজ হওয়ার পর একটি বিশেষ ঘটনা ঘটল। আগামিকাল, বুধবার দুবাইয়ে গ্রুপ এ-র গুরুত্বপূর্ণ ম্য়াচে ইউএই-র বিরুদ্ধে খেলতে নামছে পাকিস্তান। এই ম্য়াচে যে দল জিতবে তারাই ভারতের সঙ্গে গ্রুপ এ থেকে সুপার ফোরে উঠবে। সেই ডু অর ডাই ম্য়াচের আগে সাংবাদিক সম্মেলনে এলেন না পাকিস্তানের কেউ।
সাংবাদিক সম্মেলন বাতিল পাকিস্তানের
Pakistan cancelled the pre-match press conference on the eve of their match against the UAE.
This comes following their threat to boycott the match, scheduled for Wednesday.#AsiaCup #PAKvsUAEhttps://t.co/QJEQYTlg42
— IndiaToday (@IndiaToday) September 16, 2025
বয়কটের জল্পনা ভাসছে
অথচ টুর্নামেন্টের নিয়ম মেনে ম্য়াচের আগের দিন ও ম্যাচ শেষ সাংবাদিক সম্মেলনে দলগুলির অধিনায়কের উপস্থিত থাকা বাধ্যতামূলক। এখানেই উঠছে প্রশ্ন, তাহলে কি পাকিস্তান সত্যি এবারের এশিয়া কাপ বয়কট করছে? সলমন আলি আঘা, শাহিন আফ্রিদি-রা কি কাল, বুধবার ইউএই-র বিরুদ্ধে ম্যাচ খেলতে নামবেন?