
NZ vs Pak, 3th T20I: ক্রমাগত ব্যর্থতার অবশেষে জ্বলে উঠল পাকিস্তান (Pakistan Cricket Team)। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের তৃতীয় খেলায় ২০৪ রান তাড়া করে অনায়াসে ৯ উইকেটে জিতল পাকিস্তান। ২৪ বল বাকি থাকতেই অকল্যান্ডে জিতে সিরিজে ব্যবধান কমিয়ে ১-২ করলেন সলমন আঘা-রা। ৪৫ বলে ১০৫ রানের অপরাজিত বিস্ফোরক ইনিংস খেলে নজর কাড়লেন ২২ বছরের পাক ওপেনার হাসান নওয়াজ (Hasan Nawaz)। ১০টি বাউন্ডারি, ৭টি ওভার বাউন্ডারি হাঁকিয়ে দলকে জেতান নওয়াজ তাঁর তৃতীয় আন্তর্জাতিক ম্যাচে নজর কাড়লেন।
সিরিজের প্রথম দুটি ম্যাচে শূন্য রানে আউট হয়েছিলেন নওয়াজ। গত রবিবার ক্রাইস্টচার্চে চলতি সিরিজের প্রথম ম্যাচে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল নওয়াজের। ৪৪ বলে এদিন অকল্যান্ডে সেঞ্চুরি পূর্ণ করেন নওয়াজ। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে পাকিস্তানের হয়ে এটি যুগ্ম দ্রুততম সেঞ্চুরি।
৪৪ বলে সেঞ্চুরি করে পাকিস্তানকে জেতালেন হাসান নওয়াজ
Hasan Nawaz slams the fastest-ever Men's T20I century by a Pakistan batter, off 44 balls ⚡#NZvPAK 📝: https://t.co/HjGGA2sMhO pic.twitter.com/DOR0oDiotb
— ICC (@ICC) March 21, 2025
রান তাড়া করতে নেমে নওয়াজ ও অপর ওপেনার মহম্মদ হ্যারিস দারুণ শুরু করেছিলেন। ২০ বলে ৪১ রানে হ্যারিস আউট হওয়ার পর নামেন অধিনায়ক সলমন। তৃতীয় উইকেট সলমন ও হাসান ৬১ বলে ১৩৩ রান যোগ করে দলকে জিতিয়ে আনেন। অধিনায়ক সলমন ৩১ বলে ৫১ রানে অপরাজিত থাকেন।
সিরিজের প্রথম দুটি ম্যাচে যথাক্রমে ৯ উইকেটে (ক্রাইস্টচার্চ) ও ৫ উইকেটে (ডুনেডিন) জিতেছিল নিউ জিল্যান্ড। এরপর এদিন তৃতীয় টি-২০ জিতে সিরিজ ২-১ করল পাকিস্তান। সিরিজের বাকি দুটি ম্যাচ যথাক্রম রবিবার (মাউন্ট মাউগানুই) ও বুধবার (ওয়েলিংটন)।