Pakistan Cricket Team

অ্যাডিলেড, ৬ নভেম্বর: একেবারে নাটকীয় কায়দায় টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে উঠল পাকিস্তান। রবিবার অ্যাডিলেডে বাংলাদেশকে পাঁচ উইকেটে হারিয়ে শেষ চারে উঠল পাকিস্তান। টানা দুটো ম্যাচে হারের পর, তিনটেতে জিতে টি-২০ বিশ্বকাপের সেমিতে উঠল বাবর আজমের দল। এদিন, পাকিস্তানের জয়ে নায়ক তারকা পেসার শাহিন আফ্রিদি। আফ্রিদি ২২ রান দিয়ে ৪ উইকেট নেন। শাদাব খান দুটি উইকেট নেন। জয়ের জন্য ১২৭ রান তাড়া করতে নেমে দুই পাক ওপেনার বাবর আজম (২৫)-মহম্মদ রিজওয়ান (৩২) ৫৭ রানের পার্টনারশিপ করে দলের জয়কে সহজ করে দেন।

এদিন নেদারল্যান্ডসের কাছে দক্ষিণ আফ্রিকা হারায় পাকিস্তানের কাছে সুযোগ এসে গিয়েছিল সেমিতে ওঠার। সেক্ষেত্রে এদিন বাংলাদেশকে হারাতে হত পাকিস্তানকে। অ্যাডিলেডে বাংলাদেশকে ১২৭ রানে বেঁধে রেখে, ১৮.১ওভারে ৫ উইকেট হারিয়ে সেই রান তুলে জিতে শেষ চারে উঠল পাকিস্তান। প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে চলেছে পাকিস্তান। দ্বিতীয়ে সেমিতে খেলবে ভারত-ইংল্যান্ড। সুপার ১২ পর্বে ৬ পয়েন্ট পেয়ে শেষ করল পাকিস্তান। আরও পড়ুন-শোয়েব মালিকের পরকিয়া? পাক ক্রিকেটারের সঙ্গে ঘর ভাঙছে সানিয়ার, জল্পনা

সুপার ১২ পর্বের প্রথম ম্যাচে ভারতের কাছে হারের পর নাটকীয় কায়দায় জিম্বাবোয়ের কাছেও হেরেছিল পাকিস্তান। তারপর নেদারল্যান্ডস, দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালে উঠলেন বাবর আজমরা।