লাহোর, ১০ ডিসেম্বর: ইংল্যান্ডের বিরুদ্ধে মুলতান টেস্টের দ্বিতীয় দিনে তাসের ঘরের মত ভেঙে পড়ল পাকিস্তানের ইনিংস। গতকাল, প্রথম দিনের শেষে পাকিস্তানের স্কোর ছিল ২ উইকেটে ১০৭ রান। সেখান থেকে এদিন পাকিস্তানের প্রথম ইনিংস শেষ হল মাত্র ২০২ রানে। ম্যাচের দ্বিতীয় দিনে প্রথম সেশনে পাকিস্তানের ৮টা উইকেট পড়ল মাত্র ৯৫ রা। ইংল্যান্ড স্পিনার জ্যাক লিচ, জো রুটের ঘূর্ণিতে শেষ হয়ে গেলেন বাবর আজমর-রা। লিচ ৯৮ রান দিয়ে নিলেন ৪ উইকেট।
জো রুট ও মার্ক উডে দুটি করে উইকেট নেন। জেমস অ্যান্ডারসন এবং ওলে রবিনসন ১টি উইকেট করে উইকেট নেন। প্রথম ইনিংসে ইংল্যান্ড ৭৯ রানের লিড নেয়। ইংল্যান্ড প্রথম ইনিংসে মাত্র ৫১ ওভার খেলে করেছিলেন ২৮১ রান, সেখানে পাকিস্তান ৬৩ ওভার খেলে করল ২০২ রান। আরও পড়ুন-শামির পরিবর্তে ১২ বছর পর টেস্ট দলে জয়দেব উনাদকট, উড়ে যাচ্ছেন বাংলাদেশে
দেখুন টুইট
Last eight wickets for 60 runs 😱
What a morning for England!https://t.co/iNOrLqc4gG | #PAKvENG pic.twitter.com/XKdOysdiT3
— ESPNcricinfo (@ESPNcricinfo) December 10, 2022
এদিন, একটা সময় পাকিস্তানের স্কোর ছিল ২ উইকেটে ১৪২ রান। কিন্তু তারপরই বাবর আজম (৭৫) ও সৌউদ শাকেল (৬৩) আউটের পর তাসের ঘরের মত ভেঙে পড়ে পাকিস্তানের ইনিংস।