সময়টা একেবারে ভাল যাচ্ছে না ভারতের মহাতারকা শাটলার পিভি সিন্ধু (PV Sindhu) -র। অলিম্পিকে জোড়া পদক জয়ী সিন্ধু চোট সারিয়ে সার্কিটে ফিরে সেভাবে ফর্ম খুঁজে পাচ্ছেন না। ফলে বিশ্ব ব্য়াডমিন্টন সংস্থার সদ্য প্রকাশিত ব়্যাঙ্কিংয়ে প্রথম দশের বাইরে চলে গেলেন সিন্ধু। টোকিও অলিম্পিকে রুপো জয়ী সিন্ধু এখন মহিলাদের সিঙ্গলস ব়্যাঙ্কিংয়ে ১১ নম্বরে আছেন। শেষবার সিন্ধু ক্রম তালিকায় প্রথম দশের বাইরে ছিলেন ২০১৬ সালের নভেম্বরে।
তার মানে ৬ বছর ৩ মাস পর এই প্রথম সিন্ধু বিশ্ব ব়্যাঙ্কিংয়ে প্রথম দশের বাইরে গেলেন। গত ৬ বছর সিন্ধু ঠিক কতটা ধারাবাহিকতার পরিচয় দিয়েছেন সেটাও এখন বোঝা যাচ্ছে। প্রসঙ্গত, পাঁচ মাস পর চোট সারিয়ে জানুয়ারিতে কোর্টে ফিরেছেন সিন্ধু। আরও পড়ুন-আইপিএলের উদ্বোধনে ক্য়াটরিনা, রাশ্মিকা, অরিজিৎ সিং
দেখুন টুইট
P.V Sindhu drops out of World Top 10 rankings 1st time for last 6+ yrs (Nov 2016)
➡️ In latest BWF rankings, she is WR 11 (🔽 2)
➡️ In 4 BWF World Tour events this year, Sindhu has lost in 1st round in 3 tournaments
➡️ She made a post injury comeback this Jan after 5 months pic.twitter.com/yHIWtKo8R1
— India_AllSports (@India_AllSports) March 28, 2023
আর মাত্র বছরখানেক পরেই প্যারিসে হবে গ্রীষ্মকালীন অলিম্পিক। সিন্ধুর সামনে সুযোগ দেশের প্রথম ক্রীড়াবিদ হিসেবে অলিম্পিকে তিনটে পদক জেতার। তার আগে ছন্দে ফেরার বেশ কয়েকটি টুর্নামেন্ট পাচ্ছেন হায়দরাবাদের তনয়া।