CWG 2022: সিঙ্গলসে সেমিফাইনালে পিভি সিন্ধু
PV Sindhu. (Photo Credits: Getty Images)

বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে মহিলাদের ব্যাডমিন্টন সিঙ্গলসের সেমিফাইনালে উঠলেন ভারতের মহাতারকা শাটলার পিভি সিন্ধু। পদক জেতা থেকে আর একধাপ দূরে সিন্ধু। কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়ার গোজ জিন উইকে ১৯-২১, ২১-১৪, ২১-১৮ হারিয়ে শেষ চারে উঠলেন অলিম্পিকে জোড়া পদকজয়ী হায়দরাবাদের তারকা শাটলার।

আগামিকাল,রবিবার সেমিফাইনালে টুর্নামেন্টের শীর্ষ বাছাই সিন্ধুর সামনে সিঙ্গাপুরের ইয়াও জিন মিন। চলতি কমনওয়েলথ গেমসে মিক্সড টিম ইভেন্টে ইতিমধ্যেই রুপো জিতেছেন সিন্ধু-লক্ষ্য সেনরা।

দেখুন টুইট

গতবার, ২০১৮ গোল্ডকোস্ট কমনওয়েলথ গেমসের সিঙ্গলসে রুপো জিতেছিবেন সিন্ধু। তবে তিনি মিক্সড টিম ইভেন্টে সোনা জেতেন। ২০১৮ গ্লাসগো কমনওয়েলথ গেমসে সিঙ্গলসে ব্রোঞ্জ জিতেছিলেন সিন্ধু।