Mary Kom will head the Oversight Committee Photo Credit: Twitter@@ANI

বুধবার থেকে দিল্লির যন্তর মন্তরে ধরনায় বসেছিলেন দেশের নামী কুস্তিগিররা। তাদের অভিযোগ ছিল দিনের পর দিন কোচদের কাছে লাঞ্চিত ও যৌন হেনস্থার শিকার হচ্ছেন তাঁরা। তাদের অভিযোগ ছিল কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ শরণ সিং ও কয়েকজন কোচের উপর। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে তাঁদের সমস্যার কথা জানানোর পর খুনের হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন ভিনেশ ফোগট।দেশের সেরা কুস্তিগীরদের এই অভিযোগে ক্রীড়াজগতে চাঞ্চল্য তৈরি হয়েছে।বৃহস্পতিবার যন্তর মন্তরে গিয়ে বজরঙ্গ পুনিয়া, ভিনেশ ফোগট, সরিত মোর, অংশু মালিক, অন্তিম পাঙ্গালদের সঙ্গে দেখা করে তাঁদের পাশে থাকার বার্তা দেন ৩ বার কমনওয়েলথ গেমসে পদকজয়ী কুস্তিগীর ও বিজেপি নেত্রী ববিতা ফোগট। তিনি কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি হিসেবে সহ-খেলোয়াড়দের সঙ্গে দেখা করতে যান। তবে ব্রিজভূষণ অভিযোগ অস্বীকার করলেও সরকার যে তাঁর পাশে নেই, সেটা ববিতার বার্তায় স্পষ্ট হয়ে গিয়েছে।

ববিতা বলেন, ‘আমি সমাধান বের করার চেষ্টা করব। আমি প্রথমে একজন কুস্তিগীর, তারপর রাজনীতিবিদ। আমি কুস্তিগীরদের যন্ত্রণার কথা জানি। কুস্তিগীররা যে সমাধান চান সেটা যাতে তাঁরা পান সেই চেষ্টা করব।’ এরপরেই ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর আজ মেরি কমের নেতৃত্বে একটি তদারকি কমিটি গঠন করেন।  আগামী এক মাসের জন্য এই ওভারসাইট কমিটি কুস্তিগীরদের অভিযোগের তদন্ত করবে বলে জানায় কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর।