Sarfaraz Khan. (Photo Credits:Twitter)

ঘরোয়া ক্রিকেটে একেবারে অবিশ্বাস্য ফর্মে মুম্বইয়ের তারকা ব্যাটার সরফরাজ খান (Sarfaraz Khan)। তাঁর ব্যাটে একের পর এক রেকর্ড ভেঙেই চলেছে। তবু তিনি কিছুতেই জাতীয় দলে সুযোগ পাচ্ছেন না। আর কী করলে সুযোগ পাওয়া যাবে জিজ্ঞাসা করতেই পারেন সরফরাজ। নিউ জিল্যান্ড, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অনেক নতুন ক্রিকেটারকেই জাতীয় দলে সুযোগ দেওয়া হয়, শুধু সরফরাজকে ছাড়া। আরও একবার বঞ্চিত থাকার পর ফের গর্জে উঠল মুম্বই তারকার ব্য়াটার। দিল্লির বিরুদ্ধে সেঞ্চুরি করে প্রথম শ্রেণীর সরফরাজের ব্যাটিং গড় ৮০ ছাড়িয়ে গেল।

মঙ্গলবার কোটলায় দিল্লির বিরুদ্ধে রঞ্জি ট্রফির ম্যাচে একেবারে কঠিন পিচ ও পরিস্থিতিতে দাঁড়িয়ে সরফরাজ ১৩৫ বলে সেঞ্চুরি হাঁকালেন। সরফরাজ যখন ক্রিজে নামেন তখন মুম্বইয়ের স্কোর ছিল ৪ উইকেটে ৬৬। আরও পড়ুন-কিউই সিরিজ থেকে ছিটকে গেলেন শ্রেয়স আইয়ার, পরিবর্তে রজত পাতিদার

দেখুন টুইট

অধিনায়ক আজিঙ্কা রাহানে (২)-ও ফিরে গিয়েছেন। এরপর ব্যক্তিগত ৫ রানে প্রসাদ পওয়ার ফিরে যাওয়ার পর মুম্বইয়ের স্কোর হয়ে যায় ১১০ রানে ৫ উইকেট। সেখান থেকে অবিশ্বাস্য সেঞ্চুরি করলেন ২৫ বছরের সরফরাজ। প্রথম শ্রেণীর ক্রিকেটে ৩৭টা ম্যাচ খেলে সরফরাজের ব্যাটিং গড় এখন ৮০-র উপরে, সেঞ্চুরি ১৩টি, সর্বোচ্চ ৩০১ রান।