Bangladesh Cricket Team (Photo Credits: Twitter)

মুসকাট, ১৯ অক্টোবর: প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে অপ্রত্যাশিত হারের পর টি টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2021) টিকে থাকার লড়াইয়ে আজ, মঙ্গলবার নামছে বাংলাদেশ (Bangladesh Cricket Team)। সাকিব আল হাসান-মেহমদুল্লাদের প্রতিপক্ষ আয়োজক দেশ ওমান (Oman)। যে ওমান প্রথম ম্যাচে পাপুয়া নিউ গিনিকে ১০ উইকেটে উড়িয়ে অভিযান শুরু করেছে। ওমানকে বেশ সুসংহত দল দেখিয়েছে। প্রথম ম্যাচে হারায় সুপার ১২-তে উঠতে হলে বাংলাদেশকে শুধু আজ জিতলেই হবে না, নেট রান রেটের বিষয়টিকেও গুরুত্ব দিতে হবে।

কারণ শেষে দেখা যেতে পারে বাংলাদেশ, ওমান, স্কটল্যান্ড তিনটি দলই ৪ পয়েন্টে দাঁড়িয়ে। অবশ্য এখন এসব পরের কথা। সাকিবদের আগে আজকের ওমান ম্যাচটা জিততে হবে। আরও পড়ুন:  টি২০ বিশ্বকাপে পরপর চার বলে চার উইকেট নিয়ে রেকর্ড আইরিশ পেসার কুরটিস ক্যাম্ফার-এর

খাতায় কলমে অনেকটাই এগিয়ে বাংলাদেশ। তবে স্কটিশদের বিরুদ্ধে হারের ধাক্কায় সাকিবদের মনোবল কিছুটা ভেঙেছে তা বলার অপেক্ষা রাখে না। এখান থেকেই আসল পরীক্ষা বাংলাদেশ ক্রিকেট দলের। ব্যাটিং নিয়ে চিন্তায় বাংলাদেশ। ব্যাটিং অর্ডারে বদলের কথা ভাবা হচ্ছে।

আসুন দেখে নেওয়া যাক বাংলাদেশ-ওমান ম্যাচ কখন কোথায় দেখা যাবে

গ্রুপ পর্বে বাংলাদেশ বনাম ওমান ম্যাচ কবে, কোথায় আয়োজিত হবে

১৯ অক্টোবর, মঙ্গলবার ওমানের মুসকাট শহরের আল আমিরাট ক্রিকেট গ্রাউন্ডে আয়োজিত হবে এই ম্যাচ। ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টা থেকে শুরু হবে এই খেলা।

কোন টিভি চ্যানেলে সরাসরি দেখা যাবে খেলা

স্টার স্পোর্টস ১ এসডি ও এইচডি-তে সরাসরি দেখা যাবে খেলা।

অনলাইনে কীভাবে দেখা যাবে ম্যাচ

ডিজনি+হটস্টারের মাধ্যমে সরাসরি দেখতে পাবেন ম্যাচ।