The Olympic Flame: গেমস শুরুর ৭২ দিন আগে ঢাকে কাঠি দিয়ে জ্বলে উঠল অলিম্পিকের মশাল। মিলানো-কর্টিনা ২০২৬ শীতকালীন অলিম্পিকের পবিত্র অলিম্পিক মশাল আনুষ্ঠানিকভাবে প্রজ্জ্বলিত হলো মঙ্গলবার। গ্রিসের অলিম্পিয়ার ঐতিহাসিক হেরা মন্দিরে অনুষ্ঠিত হয় এই প্রথাগত জ্যোতি-উদ্বোধন অনুষ্ঠান, যেখানে প্রাচীনকাল থেকেই অলিম্পিক গেমসের জন্মস্থান হিসেবে এই স্থানকে সম্মান জানানো হয়। আর মাস আড়াই পরেই ইতালির মিলানো-কোর্টিনায় আয়োজিত হবে শীতকালীন অলিম্পিক।
শীতকালীন অলিম্পিকের মশাল
গ্রিক অভিনেত্রী মেরি মিনা, উচ্চ যাজিকার ভূমিকায়, ঐতিহ্যবাহী পদ্ধতিতে সূর্যের আলো ও প্যারাবলিক আয়না ব্যবহার করে মশাল প্রজ্জ্বলন করেন। সুন্দর পরিবেশে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইওসি প্রেসিডেন্ট থমাস বাখ, ইতালির প্রতিনিধিরা এবং অন্যান্য অতিথিবৃন্দ। এটাই বেজিং ২০২২ শীতকালীন অলিম্পিকের পর প্রথম শীতকালীন অলিম্পিক মশাল প্রজ্জ্বলন।
দেখুন কীভাবে জ্বলে উঠল অলিম্পিকের মশাল
NOW - The Olympic flame is lit at the Temple of Hera in Greece and starts its journey to Italy for the Winter Olympics. pic.twitter.com/GbZfFJEaN9
— Disclose.tv (@disclosetv) November 26, 2025
৩ ডিসেম্বর মশাল হস্তান্তর
প্রজ্জ্বলন শেষে শুরু হয় গ্রিসজুড়ে বহু দিনের জাতীয় টর্চ রিলে। এরপর ৩ ডিসেম্বর এথেন্সের প্যানাথেনাইক স্টেডিয়ামে ইতালির কাছে আনুষ্ঠানিকভাবে মশাল হস্তান্তর করা হবে। গ্রিস থেকে মশাল প্রথমে পৌঁছাবে রোমে, সেখান থেকে কর্টিনা দ’আমপেজো হয়ে মিলানে যাত্রা করবে। ইতালিতে টর্চ রিলে শুরু হবে ৬ ডিসেম্বর ২০২৫, যা ৭০ দিন ধরে ১১০টি প্রদেশ ঘুরে দেখবে অলিম্পিকের চিরন্তন ঐক্যের বার্তা। সবশেষে, ৬ ফেব্রুয়ারি ২০২৬, মিলানের সান সিরো স্টেডিয়ামে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে পৌঁছবে মিলানো–কর্টিনা শীতকালীন অলিম্পিকের ঐতিহাসিক অলিম্পিক জ্যোতি।