Deon Lendore: পথ দুর্ঘটনায় নিহত অলিম্পিক পদকজয়ী তারকা অ্যাথলিট
Image used for representational purpose | (Photo Credits: PTI)

ওয়াশিংটন, ১২ জানুয়ারি: ক মাস আগেই টোকিও অলিম্পিকে ৪০০ মিটার দৌড়ে অংশ নিয়ে মন জিতেছিলেন ত্রিনিদাদ টোবাগোর স্প্রিন্টার দিওন লেন্ডোরে (Deon Lendore)। মাঠের দৌড়ে পদক জেতা সেই দিওন লেন্ডোরে পথের গতিতে জীবন দিলেন। পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন ২০১২ লন্ডন অলিম্পিকে অলিম্পিকে 4x400 মিটার রিলে দৌড়ে ব্রোঞ্জ জয়ী ২৯ বছরের স্প্রিন্টার। আমেরিকার টেক্সাসে গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারালেন তিনি। টোকিও অলিম্পিক সহ গত তিনটি অলিম্পিকে ৪০০ মিটার দৌড়ে অংশ নিয়েছিলেন তিনি।

টেক্সাস পুলিশের পক্ষ থেকে জানানো হয়, শহরের বড় রাস্তায় সেন্টার লাইন অতিক্রম করার সময় উল্টো দিক প্রচন্ড গতিতে ছুটে আসা এক গাড়ি ধাক্কা মারে দিওনের গাড়িতে। ঘটনাস্থলেই প্রাণ হারান অলিম্পিক ও বিশ্ব অ্যাথলেটিক্সে পদক জয়ী তারকা এই স্প্রিন্টার। আরও পড়ুন: একা বিরাট বনাম ওরা ১১, ছবিই বলে গেল না বলা কথা

অলিম্পিকে ব্রোঞ্জ জয়ের পাশাপাশি ২০১৫ সালে বিশ্ব অ্যাথলেটিক্সে 4x400 মিটার রিলে দৌড়ে রুপো জেতেন। এ ছাড়া বিশ্ব ইন্ডোর অ্যাথলেটিক্সে তিনটি ব্রোঞ্জ পদকও জেতেন তিনি। ব্রায়ান লারা দেশের অলিম্পিক পদক জয়ের এমন দুর্ভাগ্যজনক মৃত্যুতে শোকস্তব্ধ বিশ্ব অ্যাথলেটিক্স মহল।