ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি (Mohan Charan Majhi) বুধবার প্যারিস অলিম্পিকে ব্রোঞ্জ পদক জয়ের জন্য ভারতীয় পুরুষ হকি দল (Indian Hockey Team) এবং তার সাপোর্ট স্টাফের সংবর্ধনা দিয়েছেন। ঢাক-ঢোল, আদিবাসী নৃত্য ও হর্ষধ্বনির মধ্য দিয়ে বিজু পট্টনায়েক আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁদের স্বাগত জানানো হয়। টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ জয়ী দলের ১১ জন নিয়ে গঠিত ১৬ সদস্যের দলটি ১৯৭২ সালের মিউনিখ অলিম্পিকের পর প্রথমবারের মতো ব্যাক-টু-ব্যাক পদক নিশ্চিত করে ইতিহাস তৈরি করেছে। গতকাল সন্ধ্যায় আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে ওড়িশার মুখ্যমন্ত্রী ভারতীয় পুরুষ হকি দলের প্রত্যেক খেলোয়াড়কে ১৫ লক্ষ টাকা এবং সাপোর্টিং স্টাফদের প্রত্যেক সদস্যকে ১০ লক্ষ টাকা দিয়ে সম্মানিত করেন। পাশাপাশি ওড়িশার একমাত্র হকি খেলোয়াড় অমিত রোহিদাসকে ৪ কোটি টাকার বিশেষ নগদ পুরস্কার দিয়েছেন মাঝি। অলিম্পিকে ভারতের হয়ে শেষ ম্যাচ খেলা শ্রীজেশ মুখ্যমন্ত্রীর কাছ থেকে বিশেষ স্বীকৃতি পেয়েছেন। Manu Bhaker: মা সবচেয়ে বড় অনুপ্রেরণার, ইংরেজি জানতাম না, ছোট্ট বক্তৃতায় মন জিতলেন মানু
ভারতীয় হকি দলের আগমনের অপেক্ষায় ওড়িশাবাসী
The Odisha airport is buzzing with energy as it becomes jam-packed with hockey fans from all over the state, gathered to give a warm welcome to the Indian hockey team.#IndiaKaGame #HockeyIndia #Grandwelcome
.
.
.@CMO_Odisha @IndiaSports @Media_SAI@sports_odisha… pic.twitter.com/XVpFdig2lL
— Hockey India (@TheHockeyIndia) August 21, 2024
ভারতীয় হকিতে তাঁর অসামান্য অবদানের জন্য তাঁকে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়। তাকে ৫০ লক্ষ টাকা নগদ পুরষ্কার দিয়ে সম্মানিত করা হয়।এদিন সকালে বিমানবন্দরে দলের সদস্যদের স্বাগত জানান ক্রীড়ামন্ত্রী এবং তাদের সঙ্গে কলিঙ্গ স্টেডিয়ামে মেগা রোড শো করেন। হকিপ্রেমী ও স্থানীয়রা রাস্তার দু'পাশে দাঁড়িয়ে খেলোয়াড়দের উৎসাহিত করেন। বিমানবন্দর থেকে কলিঙ্গ স্টেডিয়াম যাওয়ার পথে রাস্তার ধারে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে মুখ্যমন্ত্রী ও ক্রীড়ামন্ত্রীর সঙ্গে ফটোসেশনে যোগ দেন হকি দল। এশিয়া থেকে ভারতই একমাত্র দেশ, যারা প্যারিস অলিম্পিকে হকিতে যোগ্যতা অর্জন করেছে এবং পদক জিতেছে।
ওড়িশার মুখ্যমন্ত্রীকে বিশেষ জার্সি উপহার
A special presentation by the Indian Men's Hockey Team Captain Harmanpreet Singh and veteran goalkeeper PR Sreejesh, in a significant gesture, presented signed jerseys to the Hon'ble Sports Minister of Odisha, Shri Suryabanshi Suraj and Principal Secretary Bhaskar Jyoti Sarma,… pic.twitter.com/Gw0Qn04Q4Y
— Hockey India (@TheHockeyIndia) August 21, 2024
ওড়িশা ২০১৮ সাল থেকে হকি দলকে স্পনসর করে আসছে যখন এই খেলাটি আর্থিক সঙ্কটের মুখোমুখি হয়েছিল। ঐতিহাসিক জয়ের জন্য দলকে অভিনন্দন জানিয়ে মাঝি বলেন,'ভারতীয় পুরুষ হকি দলের দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসাবে এই পুরস্কার দেওয়া হয়েছে। তাঁদের নিষ্ঠা, দক্ষতা ও অধ্যবসায় দেশের জন্য শুধু গৌরবই বয়ে আনেনি, পরবর্তী প্রজন্মকেও অনুপ্রাণিত করেছে। ক্রীড়াবিদদের সমর্থন এবং খেলাধুলায় ভবিষ্যতের প্রতিভা লালন করতে রাজ্য প্রতিশ্রুতিবদ্ধ।' ক্রীড়া ও যুব পরিষেবা মন্ত্রী সূর্যবংশী সুরজ বলেছেন,'এটি বিশ্বের জন্য একটি ব্রোঞ্জ পদক ছিল,তবে এটি আমাদের জন্য স্বর্ণপদকের চেয়ে কম কিছু ছিল না।' অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-মুখ্যমন্ত্রী কে ভি সিং দেও, প্রতীতি পারিদা, মুখ্যসচিব মনোজ আহুজা এবং হকি ইন্ডিয়ার সভাপতি দিলীপ তিরকে।
হকি অধিনায়কের থেকে জার্সি নিচ্ছেন ওড়িশার মুখ্যমন্ত্রী
Indian Men's Hockey Team Captain Harmanpreet Singh and star defender Amit Rohidas, presented a signed jersey to the Hon'ble Chief Minister of Odisha shri Mohan Charan Majhi. #IndiaKaGame #HockeyIndia #Grandwelcome
.
.
.@CMO_Odisha @IndiaSports @Media_SAI@sports_odisha… pic.twitter.com/exfZ2rMmop
— Hockey India (@TheHockeyIndia) August 21, 2024