Novak Djokovic

টানা পাঁচবার উইম্বলডনের ফাইনালে উঠলেন নোভাক জকোভিচ। বিশ্বের প্রথম খেলোয়াড় হিসেবে ৩৫ বার গ্র্যান্ডস্লামের ফাইনালে উঠলেন সার্বিয়ার কিংবদন্তি নোভাক জকোভিচ। শুক্রবার সেমিফাইনালে ইতালির জন সিনারকে স্ট্রেট সেটে হারিয়ে ৯ বার উইম্বলডনের ফাইনালে উঠলেন সার্বিয়ান কিংবদন্তি টেনিস খেলোয়াড়। বিশ্বের আট নম্বর খেলোয়াড় সিনারের বিরুদ্ধে উইম্বলডনে পাঁচ বছর অপরাজিত জকোভিচ জিতলেন ৬-৩, ৬-৪, ৭-৬। শেষ সেটে মাথা ঠান্ডা রেখে টাইব্রেকারে জিতে ফাইনালে উঠলেন।

নিজের ২৪ তম গ্র্যান্ডস্লাম, অষ্টম উইম্বলডন খেতাব জয় থেকে আর একটা ম্যাচে দূরে টেনিস বিশ্বের আদরের জোকার। উইম্বলডনে টানা ৩৪টা ম্যাচ জয়ের নজিরও এদিন গড়লেন জকোভিচ। চলতি উইম্বলডনে মাত্র একটা সেট খুইয়ে ফাইনালে নামবেন জকোভিচ। চলতি বছর তিনটি গ্র্যান্ডস্লামেরই ফাইনালে উঠলেন জোকার। এর আগে অস্ট্রেলিয়ান ওপেন ও ফরাসি ওপেন জেতেন তিনি। আরও পড়ুন- ফ্লাওয়ারের বিদায়, লখনৌয়ের কোচ হচ্ছেন ল্যাঙ্গার

উইম্বলডনে জকোভিচ শেষ হারেন ৬ বছর আগে। ২০১৭ উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে জোকারকে হারান টমাসল বার্ডিচ। তবে সেই ম্যাচে জোকার চোট পাওয়ায় ৬-৭,০-২ পিছিয়ে থাকা অবস্থায় খেলা ছাড়েন। এরপর ২০১৮,১৯,২১,২২-এ চ্যাম্পিয়ন হন তিনি। করোনার কারণে ২০২০ সালের উইম্বলডন আয়োজিত হয়নি।

দেখুন টুইট

সার্বিয়ান মহাতারকা রবিবার সেন্টার কোর্টে তাঁর ৩৫তম গ্র্যান্ডস্লাম ফাইনালে খেলতে নামবেন আলকারাজ-মেদভেদেভ ম্যাচে জয়ীর বিরুদ্ধে। ফাইনালে জিতলেই জকোভিচ ছুঁয়ে ফেলবেন রজার ফেডেরারের রেকর্ড ৯ বার উইম্বলডন জয়ের মহাকৃতিত্বকেও।