
শততম খেতাব জেতা হয়ে গেল সার্বিয়া টেনিস কিংবদন্তি নোভাক জকোভিচের (Novak Djokovic)। শনিবার জেনেভা ওপেনের ফাইনালে হুরকেজে ৫-৭,৭-৬, ৭-৬ হারিয়ে চ্যাম্পিয়ন হলেন জকোভিচ। সেই সঙ্গে পুরুষদের পেশাদার টেনিসে তাঁর শততম এটিপি খেতাব জিতে ফেললেন জকোভিচ। পুরুষদের পেশাদার টেনিসে এর আগে শতাধিক খেতাব জিতেছেন জিমি কোনোর্স (১০৯টি) ও রজার ফেডেরার (১০৩টি)।
১৯ বছর ধরে ট্রফির পর ট্রফি জিতে চলেছেন জকোভিচ
কিংবদন্তি ফেডেরারের থেকে আর মাত্র তিনটি এটিপি খেতাব দূরে দাঁড়িয়ে ৩৭ বছরের সার্বিয়ান মহাতারকা। পুরুষদের টেনিসে সর্বাধিক ২৪টি গ্র্যান্ডস্লাম জয়ী জকোভিচ তাঁর কেরিয়ারের প্রথম এটিপি খেতাবটি জিতেছিলেন ২০০৬ সালে ডাচ ওপেনে। ১৯ বছর ধরে একটার পর একটা খেতাব জিতে চলেছেন সার্বিয়ান মহাতারকা। সবচেয়ে বেশীবার গ্র্যান্ডস্লাম খেতাব জয় থেকে সবচেয়ে বেশীবার এটিপি মাস্টার্স জয়ের রেকর্ড জকোভিচের ঝুলিতে। আধুনিক পেশাদার টেনিসে জকোভিচই যে সবার সেরা সেটা এক কথা সবাই স্বীকার করেন।
জকোভিচের সেঞ্চুরি
Novak Djokovic received an iPod as his prize for his first ATP title in 2006 😅
19 years later, he has won his 100th singles title! pic.twitter.com/gs8lW2T1Sq
— Sportstar (@sportstarweb) May 24, 2025
কী কী খেতাব কতবার জিতেছেন জোকার
জকোভিচের ১০০টি এটিপি খেতাবের মধ্যে আছে ২৪টি গ্র্যান্ডস্লাম, ৪২টি এটিপি মার্স্টার্স, ৭টি এটিপি ফাইনালস, ১৪টি এটিপি ৫০০, ১৩টি এটিপি ২৫০ ও একটি অলিম্পিক ব্রোঞ্জ পদক।