ইউএস ওপেনে অঘটন। টুর্নামেন্টের ফেভারিট কার্লোস আলকারাজ গার্ফিয়াকে হারিয়ে ফাইনালে উঠলেন রাশিয়ার তারকা ড্যানিলে মেদভেদেভ। শনিবার রাতে আর্থার অ্যাশ স্টেডিয়ামে টানটান উত্তেজনার দ্বিতীয় সেমিফাইনালে মেদভেদেভ জিতলেন ৭-৬, ৬-১, ৩-৬, ৬-৩। অপ্রতিরোধ্য মনে হওয়া স্পেনের আলকারেজের বিরুদ্ধে অনবদ্য টেনিস খেললেন রাশিয়ার মেদভেদেভ। আলকারেজকে কোর্টে দাঁড়ানোর সুযোগই দিলেন না পুতিনের দেশের তারকা টেনিস খেলোয়াড়। সেমিফাইনালের আগে সাংবাদিকদের সামনে হাসতে হাসতে মেদভেদেভ বলেছিলেন, আলকারেজ অপরাজেয় নয়। আসলে কেউই অপরাজেয় হয় না। নাদালও ফরাসি ওপেনে হেরেছেন। জকোভিচও অস্ট্রেলিয়ান ওপেনে হেরেছেন। ফেডেরারও উইম্বলডনে হেরেছেন। তাহলে আলকারেজকে হারানো যাবে না কেন! নিজের সেই আত্মবিশ্বাসটাই এদিন সেমিফাইনালে দেখালেন মেদভেদেভ।

অন্যদিকে, ২০ বছরের মার্কিন প্রতিভা বেন সেলটনকে স্ট্রেট সেটে হারিয়ে আরও একবার গ্র্যান্ডস্লামের ফাইনালে উঠলেন জকোভিচ। চলতি বছরের চারটে গ্র্যান্ডস্লামের ফাইনালে উঠলেন জকোভিচ। তার মধ্যে খেতাব জিতেছেন অস্ট্রেলিয়ান ওপেন ও ফরাসি ওপেনে। আর উইম্বলডনের ফাইনালে হেরেছিলেন আলকারাজের কাছে। এবার পালা ইউএস ওপেন ফাইনালের। নিজের কেরিয়ারের ৩৬তম গ্র্যান্ডস্লাম ফাইনালে খেলবেন সার্বিয়ার কিংবদন্তি। নিজের ২৪তম গ্র্যান্ড জয়ের লক্ষ্যে রবিবার রাতে নামছেন জোকার।

দেখুন ছবিতে

দু বছর আগে ইউএস ওপেনের ফাইনালে অপ্রত্যাশিতভাবে মেদভেদেভের কাছে হেরে বছরের চারটি গ্র্যান্ডস্লাম জেতার বড় নজির হাতছাড়া হয়েছিল জোকারের। এবারের ফাইনাল থেকে জকোভিচের কাছে প্রতিশোধের।