Novak Djokovic

Novak Djokovic: ৩৮ বছর বয়েসে উইম্বলডনের (Wimbledon 2025) কোয়ার্টার ফাইনালে উঠলেন নোভাক জকোভিচ। প্রথম সেটে ১-৬ খারাপভাবে হারের পর, অবিশ্বাস্য টেনিস খেলে চার সেটের লড়াই অস্ট্রেলিয়ার ১১ তম বাছাই আলেক্স দে মিনাউরকে ১-৬ ৬-৪, ৬-৪, ৬-৪ হারিয়ে শেষ আটে উঠলেন জকোভিচ। গতবারের রানার্স জকোভিচ এদিন শেষ তিনটি সেটে তাঁর সেরাটা উজাড় করে দিলেন। টানা পাঁচবার ঐতিহ্য়ের উইম্বলডনে পুরুষদের সিঙ্গলসে কোয়ার্টার ফাইনালে উঠলেন সার্বিয়ান কিংবদন্তি। এবার নিয়ে ১৬ বার উইম্বলডনের শেষ আটের ম্য়াচে খেলতে নামবেন টেনিস বিশ্বের আদরের জোকার। তাঁর ২৫তম গ্র্যান্ডস্লাম থেকে আর মাত্র তিনটি ম্য়াচ দূরে দাঁড়িয়ে জকোভিচ।

১৬ বার উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে উঠলেন জকোভিচ, ফেডেরারের রেকর্ড ১৮ বারের

জকোভিচের চেয়ে উইম্বলডনের ইতিহাসে একজনই মাত্র এতবার কোয়ার্টার ফাইনালে খেলেছেন রজার ফেডেরার (১৮)। যে ফেডেরার এদিন সেন্টার কোর্টে জকোভিচের হয়ে গলা ফাটাতে উপস্থিত ছিলেন। জকোভিচ এদিন উইম্বলডনে তাঁর ১০১তম ম্য়াচটি জিতলেন। অল ইংল্য়ান্ডে ক্লাবে এবারের টুর্নামেন্ট জকোভিচ তাঁর ২৫তম গ্র্য়ান্ডস্লাম ও অষ্টম উইম্বলডন জয়ের লক্ষ্যে নেমেছেন।

গ্যালারিতে বসা ফেডেরারকে নিয়ে মজার মন্তব্য জোকারের

রয়্যাল বক্সে বসে ম্য়াচ দেখা এক সময়ের সতীর্থ ফেডেরারকে নিয়ে জকোভিচ মজা করে বললেন, এই প্রথমবার রজার আমার খেলা দেখল আর আমি সেটায় জিতলাম। সেইদিক থেকে দেখলে আমি অভিশাপ কাটালাম।"সেই মজাটা শুনে হেসে ফেললেন ফেডেরার।

দেখুন ফেডেরারকে নিয়ে কী বললেন জকোভিচ

উইম্বলডনের শেষ আটে জকোভিচ

তাঁর অষ্টম উইম্বলডন খেতাবে চোখ জোকারের

জকোভিচ শেষবার উইম্বলডনে খেতাব জিতেছেন ২০২২ সালে। এবার তাঁর কাপ জয়ের পথে সবচেয়ে বড় কাঁটা ইয়ানিক সিনার ও গতবারের চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজ।