Nitish Kumar Reddy and His Father (Photo Credits: Star Sports and ICC/ X)

Nitish Kumar Reddy: আগামী বুধবার থেকে ম্য়ানচেস্টারে ইংল্যান্ডের (ENG vs IND 3rd Test) বিরুদ্ধে সিরিজের চতুর্থ টেস্টে খেলতে নামছে টিম ইন্ডিয়া (Team India)। লর্ডসে হারের পর সিরিজে ১-২ পিছিয়ে ম্যানচেস্টারে (Manchester Test) সিরিজে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে কিছুটা চাপ নিয়েই খেলতে হবে শুভমন গিলদের। তবে তারই মাঝে খারাপ খবর ভারতীয় শিবিরে। রবিবার দলের সদস্যদের সঙ্গে জিমে ট্রেনিং করার সময় হাঁটুতে চোট পেলেন নীতীশ কুমার রেড্ডি। আর সেই চোটের পরীক্ষার পর জানা যায়, তিনি অন্তত তিন সপ্তাহ মাঠে নামতে পারবেন না। ফলে ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন পেসার-অলরাউন্ডার নীতীশ রেড্ডি। চলতি সিরিজের শেষ দুটি টেস্টে খেলেছিলেন অন্ধ্র প্রদেশের ২২ বছরের নীতীশ। লর্ডসে প্রথম ইনিংসে ইংল্যান্ডের দুই ওপেনার যখন জমিয়ে বসছেন, বুমরা-আকাশদীপ, সিরাজরা অনেক চেষ্টা করে কিছু পারেননি, তখন নীতীশ রেড্ডিই দুরন্ত স্পেলে পরপর ফিরিয়ে ছিলেন বেন ডাকেট ও জ্যাক ক্রাউলিকে।

জিম করার সময় হাঁটুতে চোট পেয়ে সিরিজ শেষ নীতীশের

লর্ডসে প্রথম ইনিংসে মোক্ষম সময়ে দুটি উইকেট তুলে নেন, ব্যাট হাতে করেছিলেন ৩০ রান। লর্ডসে বল-ব্য়াট দুটোতেই দলকে ভরসা জুগিয়েছিলেন। যদিও এজবাস্টনে দ্বিতীয় টেস্টে ব্যাটে-বলে ব্যর্থ হয়েছিলেন। কিন্তু নীতীশ ছিটকে যাওয়ায় এবার ম্যানচেস্টারে দল সাজাতে কষ্ট হবে গম্ভীর-গিলদের। কারণ বল হাতে ব্রেক থ্রু এবং প্রয়োজনে ব্যাট হাতে রুখে দাঁড়িয়ে ভারসাম্য রক্ষা করছিলেন অন্ধ্র প্রদেশের অলরাউন্ডার। গতকালই চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন তারকা পেসার আর্শদীপ সিং। আর আজ, নীতীশ রেড্ডি। তবে আর্শদীপ চলতি সিরিজে একটি টেস্টেও খেলার সুযোগ পাননি। লিডসে সিরিজের প্রথম টেস্টে সাই সুদর্শনকে খেলানোর পর, দ্বিতীয় টেস্টে সাইয়ের জায়গায় নীতীশকে সুযোগ দেওয়া হয়। অস্ট্রেলিয়া সিরিজে অবিশ্বাস্য খেলায় ইংল্য়ান্ডে তার ওপর ভরসা রেখেছিলেন গম্ভীর-গিলরা।

চোট পেয়ে ইংল্যান্ডে সিরিজ শেষ নীতীশের

বুধবার অভিষেক হতে পারে হরিয়ানার ১০-এ ১০ উইকেট নেওয়া পেসার আনশুল কাম্বোজের

এবার নীতীশের পরিবর্তে ম্যানচেস্টার টেস্টে অভিষেক হতে পারে হরিয়ানার পেসার-অলরাউন্ডার আনশুল কাম্বোজ-এর। গত বছর রঞ্জি ট্রফিতে কেরলের বিরুদ্ধে এক ইনিংসে ১০ উইকেট তুলে নিয়ে চমকে দিয়েছিলেন Ak47 হিসেবে পরিচিত কাম্বোজ। শোনা যাচ্ছে, চোটের কারণে ঋষভ পন্থ কিপিং করবেন না, শুধুই স্পেশালস্টি ব্যাটার হিসেবে খেলবেন। সেক্ষেত্রে চতুর্থ টেস্টে উইকেটের পিছনে গ্লাভস হাতে দেখা যেতে পারে ধ্রুব জুরেল-কে। তিন পেসার হিসেবে জশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজের সঙ্গে আনশুল কাম্বোজকে খেলানো হতে পারে। সেক্ষেত্রে আকাশদীপকে বিশ্রাম দেওয়া হতে পারে। জাদেজার সঙ্গে স্পিনার অলরাউন্ডার হিসেবে ওয়াশিংটন সুন্দরের খেলা নিশ্চিত। করুণ নায়ারের জায়গায় সাই সুদর্শনের খেলার কথা শোনা যাচ্ছে।

ম্যানচেস্টারে তৃতীয় টেস্টে টিম ইন্ডিয়ার সম্ভাব্য একাদশ

কেএল রাহুল, যশস্বী জয়সওয়াল, সাই সুদর্শন, শুভমন গিল, ঋষভ পন্থ, ধ্রুব জুরেল (উইকেটকিপার)/করুণ নায়ার, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, আনশুল কাম্বোজ, জশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ।