Nicholas Pooran. (Photo Credits: X)

LSG vs GT, IPL 2025: ইডেনের পর এবার একানা। কলকাতার পর এবার লখনৌয়ে চলল পুরান ঝড়। চলতি আইপিএলে (IPL 2025) স্বপ্নের ফর্ম অব্যাহত লখনৌ সুপার জায়েন্টস-এর ক্য়ারিবিয়ান তারকা ব্যাটার নিকোলাস পুরান (Nicholas Pooran)-এর। এবার ৩৪ বলে ৬১ রানের দুরন্ত ইনিংস খেলে ঋষভ পন্থের (Rishabh Pan)t লখনৌ সুপার জায়েন্টস-কে জেতালেন ২১ কোটি টাকার পারিশ্রমিকে খেলা পুরান। একানা স্টেডিয়ামে ৭টি ওভার বাউন্ডারি হাঁকালেন ক্যারিবিয়ান তারকা ব্যাটার। এবারের আইপিএলে ৬টা ম্যাচ খেলে ৩৪৯ রান করে ফেললেন পুরান।

তিন বল বাকি থাকতে জিতল লখনৌ

শনিবার লখনৌয়ে প্রথমে ব্যাট করে গুজরাট টাইটান্স নির্ধারিত ২০ ওভারে করেছিল ৬ উইকেটে ১৮০ রান। জবাবে ব্যাট করতে নেমে লখনৌ ৩ বল বাকি থাকতে ৬ উইকেটে জিতে নিল। এর আগের ম্যাচে ইডেন গার্ডেন্সে নাইট রাইডার্সের বিরুদ্ধে ৩৬ বলে ৮৭ রানের অনবদ্য ইনিংস খেলে লখনৌকে জিতিয়েছিলেন পুরান।

দেখুন ম্যাচের সংক্ষিপ্ত স্কোরবোর্ড

তিন নম্বরে উঠে এল লখনৌ, দুইয়ে নামল গুজরাট

চলতি আইপিএলে ৬টা ম্যাচ খেলে চতুর্থ জয় পেলেন পন্থ-রা ( ৮ পয়েন্ট)। তিন নম্বরে উঠে এল লখনৌ। অন্যদিকে, লিগ তালিকায় শীর্ষে থাকা শুবমন গিলের গুজরাট প্রথম চারটে ম্যাচে জয়ের পর, টানা দুটো ম্যাচে হারের মুখ দেখে দুই নম্বরে নেমে গেল। নেট রানরেটের বিচারে শীর্ষে উঠে এল দিল্লি ক্যাপিটালস (৪ ম্যাচে ৮ পয়েন্ট)। এখনও পর্যন্ত অক্ষর প্যাটেলের দিল্লিই সব কটা ম্যাচে জিতেছে।

দল জিতলেও ফের রান পেলেন না পন্থ

তবে দল জয় পেলেও এদিনও রান পেলেন না এবারের আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটার ঋষভ পন্থ (সাাড়ে ২৭ কোটি টাকা)। রান তাড়া নেমে ওপেনার হিসেবে নামা পন্থ ১৮ বলে ২১ রানে আউট হন। সঞ্জীব গোয়েঙ্কার দলের অপর ওপেনার দক্ষিণ আফ্রিকার আইডেন মার্করাম (৩১ বলে ৫৮) অনবদ্য ইনিংস খেলেন।

গিলের দুরন্ত ব্য়াটিং জলে

প্রথমে ব্যাট করতে নেমে গুজরাটের দুই ওপেনার সাই সুদর্শন (৩৭ বলে ৫৬) ও অধিনায়ক শুবমন গিল (৩৮ বলে ৬০) দারুণ শুরু করেন। ১২ ওভারে বিনা উইকেটে ১২০ রান থেকে শেষের দিকে রানের গতি বজা.য় রাখতে না পারায় সহজ পিচে দুশোর গণ্ডি টপকাতে ব্যর্থ হয় গুজরাট। গিলদের হারের পিছনে সেটা একটা বড় কারণ হয়ে দাঁড়ায়। লখনৌয়ের শার্দুল ঠাকুর (২/৩৪) ও রবি বিষ্ণোই (২/৩৬)-দারুণ বল করলেন।