নেইমার। (Photo Credits: Flickr)

কাতার ২০২২ বিশ্বকাপের  যোগ্যতাপর্বের ম্যাচের (2022 FIFA World Cup Qualifiers) অপ্রতিরোধ্য ব্রাজিল (Brazil)। শনিবার ভোরে (ভারতীয় সময়) ইকুয়েডারকে ২-০ গোলে টানা পাঁচ ম্যাচে জিতলেন নেইমাররা। ৫ ম্যাচে সবগুলোতে জিতে ১৫ পয়েন্ট পেয়ে শীর্ষস্থানে ব্রাজিল। সমসংখ্যাক ম্যাচে আর্জেন্টিনা ১১ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে। ইকুয়েডর আছে তিন নম্বরে (৯ পয়েন্ট )। চারটি দল সরাসরি এই মহাদেশের যোগ্যতাপর্ব থেকে মূলপর্বে যাবে। এখন চার নম্বরে থাকা তিনটে দেশের পয়েন্ট সমান, শুধু গোলপার্থক্যে ৪) প্যারুগয়ে (৭ পয়েন্ট), ৫) উরুগুয়ে (৭ পয়েন্ট), ৬) কলম্বিয়া (৭ পয়েন্ট)। গতকাল যে চিলির বিরুদ্ধে আর্জেন্টিনা পয়েন্ট নষ্ট করেছিল তারা আছে সাত নম্বরে (৫ পয়েন্ট)

১০ দলের রাউন্ড লিগের ম্যাচে প্রত্যেক দেশকে মোট ১৮টা ম্যাচ খেলতে হবে, তার মানে এখনও ব্রাজিলকে ১৩টা ম্যাচ খেলতে হবে। কিন্তু তিতের দল যেভাবে শুরু করেছে যা দেখে বিশেষজ্ঞরা বলছেন, ২০২২ কাতারের টিকিট পাওয়াটা ব্রাজিলের কাছে শুধুই প্রিন্ট আউটে্র অপেক্ষা।

এদিন, ইকুয়েডের বিরুদ্ধে ম্যাচের ২০ মিনিটে ব্রাজিলকে এগিয়ে দেন এভার্টনের তারকা স্ট্রাইকার রিচারলিসন। এরপর ম্যাচের ইনজুরি টাইমে গ্যাব্রিয়েল জেসুসকে অবৈধভাবে ট্যাকেল করায় পেনাল্টি পায় ব্রাজিল। সেই পেনাল্টি থেকে ব্রাজিলকে দ্বিতীয় গোল এনে দেন নেইমার। গতকাল মেসির পেনাল্টি গোলে আ্জেন্টিনা ড্র করে, আর আজনেইমারের পেনাল্টিতে ব্রজিল জয় নিশ্চিত করে।

ব্রাজিলের পরবর্তী ম্যাচ বুধবার ৯ জুন, প্যারাগুয়ের বিরুদ্ধে। সেইদিন আর্জেন্টিনা খেলবে কলম্বিয়ার বিরুদ্ধে। মেসি, নেইমারদের দুজনেই সেদিন অ্যাওয়ে ম্যাচ খেলতে হবে।