Kane Williamson with Tim Southee (Photo Credits: Twitter/Black Caps)

দুবাই, ১৫ নভেম্বর: গত ৬ বছরে মোট তিন বার আইসিসি (ICC) টুর্নামেন্টের ফাইনালে উঠে হারের মুখ দেখতে হয়েছে নিউ জিল্যান্ড (New  Zealand)-কে। আর গতকাল টি-২০ বিশ্বকাপে (T-20 World Cup) হারের পর এই প্রশ্ন শুনেই সাংবাদিকদের উপর কিছুটা ক্ষোভ উগরে দিলেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন (Kane Williamson)। সাংবাদিক সম্মেলনে কেন উইলিয়ামসন বলেন, ‘যখন আমরা খেলা শুরু করি, তখন খেলায় যে হার ও জিত দুটোই আছে, সেটা জেনেই শুরু করি। পরাজয় তো যে কোনোদিনই হতে পারে। আমরা যদি গোটা টুর্নামেন্টে দলের পারফরম্যান্স দেখি তাহলে যে ধরনের ক্রিকেট আমরা খেলেছি, তা নিয়ে আমরা খুবই গর্বিত। ফাইনালে সবকিছু হতে পারে। ম্যাচ জিতলে অবশ্যই ভাল লাগত। তবে অস্ট্রেলিয়া খুবই ভাল খেলেছে এবং সঠিকভাবেই পাশের ঘর থেকে ওদের সেলিব্রেশনের আওয়াজ আসছে। ওরা গোটা টুর্নামেন্ট ভাল খেলেছে।’

প্রসঙ্গত, ফাইনালে টসে জিতে নিউজিল্যান্ডকে প্রথমে ব্যাট করতে পাঠান অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ। শুরুতে প্রথম তিন ওভারে ২৩ রান উঠে গেলেও চতুর্থ ওভারেই আউট হয়ে যান ড্যারিল মিচেল (৮ বলে ১১ রান)। মার্টিন গাপ্টিল এবং কেন উইলিয়ামসন যদিও শুরুর ধাক্কাটা সামলে দেন। ধীরে ধীরে ইনিংস গড়তে থাকেন তাঁরা। ৩৫ বলে ২৮ রান করে ফেরেন গাপ্টিল। তাঁকে মারার সুযোগই দিচ্ছিলেন না মিচেল স্টার্করা। উইলিয়ামসন যদিও ছিলেন নিজের ছন্দেই। ৪৮ বলে ৮৫ রান করেন কিউয়ি অধিনায়ক। দশটি চার এবং তিনটি ছয় দিয়ে সাজানো ছিল তাঁর ইনিংস। শেষ বেলায় নিউজিল্যান্ডের স্কোর ১৭২ রানে পৌঁছে দেন জিমি নিশাম। আরও পড়ুন: T20 World Cup 2021: টি২০ বিশ্বকাপ জিতে কত টাকা পেল অস্ট্রেলিয়া? জানুন

জবাবে ব্যাট করতে নেমে দলের মাত্র ১৫ রানের মাথায় অধিনায়ক অ্যারন ফিঞ্চের উইকেট হারান অস্ট্রেলিয়া। এর পর ক্রিজে আসেন মিচেল মার্শ। আর এক ওপেনার ডেভিড ওয়ার্নারকে সঙ্গে নিয়ে অস্ট্রেলিয়ার জয়ের ভিত মজবুত করতে শুরু করেন মিচেল মার্শ। ৩৮ বলে ৫৩ রান করে ওয়ার্নার আউট হলে গ্লেন ম্যাক্সওয়েলকে সঙ্গে নিয়ে অস্ট্রেলিয়াকে টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন করেন মিচেল মার্শ। ৫০ বলে ৭৭ রান করে অপরাজিত থাকেন তিনি। ম্যাক্সওয়েল করেন ১৮ বলে ২৮ রান।