NZ vs ZIM T20I: জিম্বাবোয়েতে ত্রিদেশীয় টি-২০ সিরিজে (
Zimbabwe T20 Tri Series 2025) ফের জিতল নিউ জিল্যান্ড (New Zealand)। দক্ষিণ আফ্রিকা (South Africa)-র পর এবার কিউই (Kiwi)-রা সহজেই হারিয়ে দিল আয়োজক দেশ জিম্বাবোয়ে (Zimbabwe)-কে। শুক্রবার হারারে-তে জিম্বাবোয়ের বিরুদ্ধে ১২১ রান তাড়া করতে নেমে ১৩.৫ ওভারে ২ উইকেট খুইয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় মিচেল স্যান্টানারের দল। দীর্ঘ ১০ বছর পর টি-২০-তে খেলতে নেমেছিল নিউ জিল্যান্ড-জিম্বাবোয়ে। সিকান্দার রাজারা তেমন লড়াই করতে পারলেন না শক্তিশালী কিউইদের বিরুদ্ধে। প্রথমে ব্যাট করে জিম্বাবোয়ে শুরুটা ভাল করেও একবারেই বড় স্কোর গড়তে পারেনি। ওপেনিং জুটিতে ৩২ বলে ৩৭ রান করে শুরুটা ভাল করেছিলেন জিম্বাবোয়ের দুই ওপেনর ওসলে মাধারে (৩৬) ও ব্রায়ান বেনেট (২১)। কিন্তু দুই ওপেনার আউট হতেই, একবারে খারাপ ব্য়াটিং করেন জিম্বাবোয়ের বাকি ব্যাটাররা। ২ উইকেটে ৭১ থেকে জিম্বাবোয়ে শেষ পর্যন্ত করে ১২০ রান। অধিনায়ক সিকান্দার রাজা (১২) ব্যর্থ হন।
ভাল বল করলেন হেনরি, ম্যাচের সেরা কনওয়ে
উই পেসার ম্যাট হিনেরি ২৬ রান দিয়ে ৩ উইকেট নেন। রান তাড়া করতে নেমে কিউই ওপেনার ডেভন কনওয়ে (৪০ বলে ৫৯ অপরাজিত) শেষ পর্যন্ত ভাল খেলে দলকে জিতিয়ে আনেন। কনওয়েকে যোগ্য সঙ্গত দেন রচিন রবীন্দ্র (১৯ বলে ৩০) ও ড্যারি মিচেল (১৯ বলে ২৬ অপরাজিত)। প্রসঙ্গত, বুধবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন নম্বরে নেমে ম্যাচ জেতানো ৫৭ বলে ৭৫ রান করা টিম রবিনসন আজ খেলতে পারেননি। জিম্বাবোয়ের বিরুদ্ধে টি-২০ ক্রিকেটে কখনও না হারের রেকর্ডটা এদিন বজায় রাখলেন স্যান্টনার-রা।
দারুণ জয় নিউ জিল্যান্ডের
Back-to-back wins for New Zealand in the T20I Tri-Series as they beat Zimbabwe by 8 wickets. 👌
Devon Conway scored an unbeaten 59 off 40 balls in the run chase for the visitors. 🔥#Cricket #ZIMvNZ #T20I #Sportskeeda pic.twitter.com/gwocKzWzUa
— Sportskeeda (@Sportskeeda) July 18, 2025
ফাইনালের পথে কিউইরা
টানা দুটো ম্য়াচ জিতে চলতি টি-২০ ত্রিদেশীয় সিরিজে ফাইনালের পথে স্যান্টনার-রা। ত্রিদেশীয় সিরিজে তিনটি দল একে অপরের সঙ্গে একটি করে ম্যাচ খেলে ফেলল। তাতে উদ্বোধনী ম্যাচে জিম্বাবোয়ে-কে ৫ উইকেটে হারায় দক্ষিণ আফ্রিকা। এরপর নিউ জিল্যান্ড ২১ রানে হারায় দক্ষিণ আফ্রিকার। তারপর আজ, শুক্রবার জিম্বাবোয়েকে ৮ উইকেটে হারাল নিউ জিল্যান্ড। রবিবার জিম্বাবোয়েকে যদি দক্ষিণ আফ্রিকা হারিয়ে দেয়, তাহলে ফাইনালে স্যান্টনার বনাম রাসে ভান দার দুসেনের মধ্যে ম্যাচ পাকা হয়ে যাবে, বিদায় নেবেন সিকান্দার রাজা-রা।