প্যারিস, ৯ অগাস্ট: ওয়াঘা সীমান্তের দু পাড়ের মা হৃদয় জিতলেন। তাঁর ছেলে সোনা জিতেছে। অলিম্পিকের ইতিহাসে পাকিস্তানের প্রথম ব্যক্তিগত সোনা। অর্থনীতি থেকে সংস্কৃতি, রাজনীতি, ক্রিকেট-হকি, দেশটার সব কিছু আস্তে আস্তে শেষ হয়ে আসছে, এর মধ্যে থেকে ফিনিক্স পাখির মত ফিরে এসে প্যারিস অলিম্পিকে জ্যাভলিন থ্রোয়ে (Javelin Throw) সোনা জিতলেন পাকিস্তানের আর্শাদ নাদিম (Arshad Nadeem)। এমন ঐতিহাসিক জয়ে সোনা জয়ের পর স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত নাদিমের মা।
প্য়ারিসে পুরুষদের জ্যাভলিন থ্রো-য়ে সোনা জয়ী আর্শাদ নাদিমের মা রাজিওয়াজ পারভিন (Raziah Parveen) বললেন, " নীরজ চোপড়া আমার ছেলের মত। আমিও আর্শাদের মত নীরজের জন্যও প্রার্থনা করেছিলাম, ও জানো ঠিকভাবে ছুঁড়তে পারে। নীরজ অনেকটা নাদিমের ভাইয়ের মত। নীরজ আরও আরও সাফল্য পাক, আরও পদক জিতুক তেমনই চাইব।"আরও পড়ুন-নীরজেও হল না, প্যারিস অলিম্পিকে ভারতের সোনা জেতার সম্ভাবনা আর আছে কি
দেখুন পাকিস্তানের সোনাজয়ী আর্শাদ নাদিমের মা কী বললেন
Arshad Nadeem's Motherpic.twitter.com/sInHKdpmNW https://t.co/JXKAJDpEVY
— زماں (@Delhiite_) August 8, 2024
দেখুন নীরজ চোপড়া ও আর্শাদ নাদিমের মা কী বললেন
"If mothers ran the world, there would be no hate, no wars. #ArshadNadeem's mother: 'Neeraj Chopra is like a son to me. I prayed for him too.' (courtesy indyurdu) #NeerajChopra's mother: 'We're happy with silver. The one who won gold (Arshad Nadeem) is also my child.'"… pic.twitter.com/hCHGGZ6c30
— Ghulam Abbas Shah (@ghulamabbasshah) August 9, 2024
নীরজ চোপড়ার মা সরোজ দেবী ( Saroj Devi) বললেন, প্যারিসে জ্যাভলিন থ্রোয়ের ফাইনালের পর বলেছিলেন, "আমি রুপোর পদকে দারুণ খুশি। কারণ যে সোনা জিতেছে, সেই আর্শাদ নাদিম-ও তো আমার সন্তান। সবাই পরিশ্রম করেই ও দূর যায়। আমি সব সময় ওদের জন্য প্রার্থনা করে"।