Neeraj-Chopra win silver Photo Credit: X handle

প্যারিস অলিম্পিক ২০২৪ এর শেষলগ্নে গতকাল গোটা ভারতের চোখ ছিল নীরজ চোপড়ার দিকে।  ৮ আগস্ট প্যারিসে ভারতীয় সময় রাত ১১.৪৫এ শুরু হয়েছিল পুরুষদের জ্যাভলিন ফাইনাল। আর সেই খেলাতেই টানা দ্বিতীয়বার অলিম্পিকের আসরে পদক জিতে নীরজ চোপড়া আজ নতুন ইতিহাস সৃষ্টি করেছেন। জ্যাভলিন এর ফাইনালে শুরুটা মোটেই ভাল হয়নি নীরজের।  নীরজ চোপড়ার প্রথম প্রচেষ্টাকে ফাউল ঘোষণা করা হয়। দ্বিতীয় প্রচেষ্টায়, নীরজ চোপড়া ৮৯.৪৫ মিটার থ্রো করেছেন।এটিই ছিল নীরজ চোপড়ার এই মরশুমের সেরা থ্রো, এর আগে তার সেরা থ্রোটি অলিম্পিকের যোগ্যতা নির্ধারক ম্যাচে এসেছিল, যেখানে তিনি ৮৯.৩৪ মিটার দূরত্ব কভার করেছিলেন। এর পর নীরজ চোপড়ার টানা চারটি প্রচেষ্টা ফাউল ঘোষণা করা হয়। প্রতিটি ক্রীড়াবিদ মোট ৬ বার জ্যাভলিন নিক্ষেপ করার সুযোগ পেয়েছেন। নীরজের ৬টির মধ্যে ৫টি ফাউল বলে গণ্য করা হয়। শেষ পর্যন্ত পাকিস্তানের আরশাদ নাদিমের কাছে হেরে রৌপ্য পদক পেয়েই সন্তুষ্ট থাকতে হয় বিশ্ব চ্যাম্পিয়নকে।এটি প্যারিস গেমস থেকে ভারতের পঞ্চম পদক। প্রথম রুপো।এই পদক জয়ের ফলে অলিম্পিক গেমসে ২টি পদক জিতেছেন সেই ভারতীয় খেলোয়াড়দের সঙ্গে একসারিতে যোগ দিয়েছেন নীরজ চোপড়া ।একই সঙ্গে পাকিস্তানের আরশাদ নাদিম এই ইভেন্টের স্বর্ণপদক জিতে নতুন অলিম্পিক রেকর্ড গড়েছেন। তিনিও প্রথম প্রচেষ্টায় ফাউল হওয়ার পর দ্বিতীয় প্রচেষ্টায় ৯২.৯৭ মিটার জ্যাভলিন থ্রো করে স্বর্ণ পদক ছিনিয়ে নেন নীরজের কাছ থেকে।