চলতি অলিম্পিকে মানু ভাকের জোড়া পদক এনেছেন, এবার জোড়া সোনার পালা! প্যারিস গেমসে অংশ নিতে অলিম্পিকের ইতিহাসে ভারতের প্রথম সোনাজয়ী অ্যাথলিট নীরজ চোপড়া (Neeraj Chopra) আইফেল টাওয়ারের শহরে এসে পৌঁছলেন। গেমস ভিলেজে ঢুকে ছবি তুলে সোশ্য়াল মিডিয়ায় শেয়ার করলেন সোনার ছেলে নীরজ। পয়লা অগাস্ট, বৃহস্পতিবার থেকে প্যারিস অলিম্পিকে অ্যাথলেটিক্সের ইভেন্ট শুরু হচ্ছে। তবে নীরজের মাঠে নামতে আরও দিন ছয়েক। কারণ পুরুষদের জ্যাভলিন থ্রোয়ে কোয়ালিফিকেশন রাউন্ডের খেলা ৫ অগাস্ট, সোমবার। এরপর ফাইনাল ৮ অগাস্ট। এই প্রথম অলিম্পিকে কোনও ভারতীয় অ্যাথলিট তাঁর সোনা ধরে রাখার লড়াইয়ে নামবেন।
সেদিনই ঠিক হবে টোকিও অলিম্পিকের মত নীরজ ফের প্যারিস গেমসেও সোনা জিততে পারেন কি না। এবার প্যারিসে নীরজের সোনা জয়ের বিষয়ে সবচেয়ে বড় চ্য়ালেঞ্জার মূলত চারজন-(১) জার্মানির জুলিয়ান ওয়েবার, (২) ব্রাজিলের লুইস মৌরিসিয়ো দ্য সিলভা, (৩) চেক প্রজাতন্ত্রের জাকুব ভালদেসিচ, ও (৪) ফ্রান্সের অলিভার হেলন্ডার। সঙ্গে চ্যালেঞ্জার হিসেবে থাকছেন পাকিস্তানের আর্শাদ নাদিম।
দেখুন প্যারিসে পৌঁছে গেলেন সোনার ছেলে নীরজ চোপড়া
नमस्कार, Paris! 🇮🇳🇫🇷
Excited to finally reach the Olympic Games village. #Paris2024 pic.twitter.com/qinx6MsMDl
— Neeraj Chopra (@Neeraj_chopra1) July 30, 2024
টোকিও অলিম্পিকে ৮৭.৫৮ মিটার (২৮৭ ফুট ৪ ইঞ্চি) দূরত্বে জ্যাভলিন ছুঁড়ে সোনা জিতেছিলেন নীরজ। নীরজের পিছনে থেকে রুপো ও ব্রোঞ্জ জিতেছিলেন চেক প্রজাতন্ত্রের দুই জ্যাভলিন থ্রোয়ার। টোকিও অলিম্পিকে সোনা জেতার পর মহাসাফল্যের ধারাবাহিকতা ধরে রেখে গত বছর বুদাপেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জেতেন নীরজ। ডায়মন্ড লিগে জিতেছিলেন রুপো।