গত বছর টোকিওতে অনুষ্ঠিত অলিম্পিক গেমসে স্বর্ণপদক জিতে ইতিহাস গড়েছিলেন নীরজ চোপড়া। পুরুষদের জ্যাভলিন থ্রোতে চোপড়ার সোনা অলিম্পিকে ট্র্যাক এবং ফিল্ড অ্যাথলেটিক্সে ভারতীয়দের মধ্যে প্রথম এবং অভিনব বিন্দ্রার পরে দ্বিতীয় ব্যক্তিগত সম্মান। ২০০৮ সালে অলিম্পিকে শুটিংয়ে শীর্ষ পুরস্কার জিতেছিলেন অভিনব বিন্দ্রা।২০২০ সালে নীরজ চোপড়া (Neeraj chopra) ৮৭.৫৮ মিটার জ্যাভেলিন নিক্ষেপ করে সোনা জিতে নেন। এবার নিজের সেই সোনার জ্যাভেলিন সুইজারল্যান্ডের অলিম্পিক মিউজিয়ামে দান করলেন নীরজ। জ্যাভলিন থ্রোতে পরবর্তী প্রজন্মকে উৎসাহিত করতেই এই উদ্যোগ নিয়েছেন বলে জানিয়েছেন নীরজ চোপড়া। সোশ্যাল মিডিয়ায় এই ছবি শেয়ার করেছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি।
Ye 🎁 Neeraj ne Olympics Museum ko diya hai
Golden boy @Neeraj_chopra1 gifts his Tokyo 2020 gold medal-winning Javelin to the Olympic Museum, Switzerland as a symbol of inspiration for the younger crop 🫶
Respect 💯
📷 @iocmedia#NeerajChopra #Tokyo2020 #SonySportsNetwork pic.twitter.com/eBdfZzZdRG
— Sony Sports Network (@SonySportsNetwk) September 1, 2022