Neeraj Chopra (Photo Credit: Instagram)

প্যারিস, ৬ অগাস্ট: টোকিও-র মত প্যারিস অলিম্পিকেও কি সোনা জিততে পারবেন নীরজ চোপড়া (Neeraj Chopra)? এই প্রশ্নের উত্তর জানার কাউন্টডাউন শুরু গেল। অ্যাথলেটিক্সে অলিম্পিকের ইতিহাসে ভারতের প্রথম সোনার পদকটা টোকিওতে জিতেছিলেন নীরজ। সোনার ছেলে নীরজ এরপর ধারাবাহিকতা বজায় রেখে রেখে জ্যাভলিন দুনিয়ায় শ্রেষ্ঠত্বের আসন ধরে রেখেছেন। তবে প্যারিসে সোনা ধরে রাখার এবার লড়াই কঠিন নীরজের কাছে। কারণ অন্তত তিনজন অ্যাথলিট সম্প্রতি তাদের সেরাটা দিয়ে রেকর্ড গড়ছেন। তবেও নীরজ এমন একজন যিনি অপরাজেয়ের মত আস্থা দেখান।

দুটি গ্রুপ ভাগ করে কোয়ালিফিকেশন রাউন্ডের খেলা শুরু হয়েছে। দুটি গ্রুপ থেকে মোট ১২ জন জ্যাভলিন থ্রোয়ার ফাইনালে খেলবেন। বা ৮৪ মিটারের ওপর ছুঁড়তে পারলেই মিলবে ফাইনালের টিকিট। গ্রুপ বি-তে আছেন নীরজ চোপড়া। তাঁর ফাইনালে ওঠা নিয়ে কোনও সংশয় নেই। নীরজের গ্রুপে আছেন পাকিস্তানের আর্শাদ নাদিম, জার্মানির ম্যাক্স ডেহমিং, গ্রেনেডার পেটার্স অ্যান্ডারসন, পোল্যান্ডের ক্রুকোস্কি মার্সিন।

এই চারজনের সেরা পারফরম্যান্স নীরজের চেয়ে বেশী। নীরজের ব্যক্তিগত সেরা ৮৯.৯৪ মিটার। যেখানে পাকিস্তানের আর্শাদ নাদিম ৯০ মিটারের গণ্ডি অতিক্রম করে ফেলেছেন। আর গ্রেনেডার পেটার্স অ্যান্ডারসনের সেরা ৯৩.০৭ মিটার। তবে প্যারিসেই যে সবাই তাদের সেরাটা ছুঁড়বেন তার কোনও মানে নেই।

আরও পড়ুন- খারাপ আবহাওয়া, অলিম্পিক থেকে ছিটকে গেলেন নেত্রা কুমানান এবং বিষ্ণু সারাভানান

জ্যাভলিনে নীরজ চোপড়ার খেলা কবে, কখন শুরু হবে?

আজ, মঙ্গলবার প্যারিসে পুরুষদের জ্য়াভলিনের ফাইনালে ওঠার লড়াই। দুটি গ্রুপে ভাগ করে কোয়ালিফিকেশনের খেলা হচ্ছে। নীরজের গ্রুপ বি-র খেলা শুরু ভারতীয় সময় দুপুর ৩টে ২০ থেকে। গ্রুপ এ-র খেলা হয়ে গিয়েছে। ভারতের কিশোর জেনা ৮০,৭৩ মিটার দূরত্বে জ্য়াভলিন ছুঁড়ে ৯ নম্বরে শেষ করেছেন। গ্রুপ থেকে চারজন ইতিমধ্যেই ফাইনালে উঠেছেন। কারণ এই চারজনই ৮৫ মিটারের দূরত্ব অতিক্রম করেছেন।

কোন টিভি চ্যানেলে সরাসরি দেখা যাবে খেলা?

স্পোর্টস ১৮-র বিভিন্ন চ্যানেলে ইংরেজি ও হিন্দি কমেন্ট্রিতে সরাসরি দেখা যাবে খেলা। খেলা শুরু ভারতীয় সময় দুপুর ৩টে ২০মিনিট থেকে। প্রত্যেকে ৩বার করে জ্যাভলিন ছুঁড়বেন। এই তিনটির মধ্যে যেটাতে তারা সবচেয়ে বেশী দূরত্বে জ্যাভলিন ছুঁড়বেন সেটাই ধরা হবে।

ইন্টারনেটের মাধ্যমে কী করে দেখা যাবে খেলা?

জিও সিনেমা অ্যাপ এবং ওয়েবসাইটের মাধ্যমে বিনামূল্য দেখা যাবে খেলা।