Neeraj Chopra (Photo: Twitter)

নতুন দিল্লি, ২২ মে: সোনার ছেলে সিংহাসনে। দোহা ডায়মন্ড লিগে (Doha Diamond League) সোনা জেতার সুবাদে পুরুষদের জ্য়াভলিন থ্রোয়ের বিশ্ব ব়্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে উঠে এলেন ভারতের নীরজ চোপড়া (Neeraj Chopra )। বিশ্ব অ্যাথলেটিক্স সংস্থার সদ্য প্রকাশিত ব়্য়াঙ্কিংয়ে দেখা যাচ্ছে, গ্রেনাডার বিশ্বচ্যাম্পিয়ন অ্য়ান্ডারসন পেটের্সকে ২২ পয়েন্ট পিছিনে ফেলে বিশ্ব ক্রমতালিকায় শীর্ষে উঠলেন টোকিও অলিম্পিকে সোনাজয়ী নীরজ। আগামী বছর প্যারিস অলিম্পিকের আগে দারুণ ছন্দে দেখাচ্ছে নীরজকে। যদিও এখনও তিনি তাঁর কাঙ্খিত ৯০ মিটার দূরত্ব অতিক্রম করতে পারেননি।

গত ৬মে দোহায় আয়োজিত ডায়মন্ড লিগে ৮৮.৭৬ মিটার জ্যাভলিন ছুঁড়ে সোনা জেতেন হরিয়ানার ২৫ বছরের তারকা। জুন ৪ তারিখ নেদারল্যান্ডসে এক টুর্নামেন্টে এবার খেলতে দেখা যাবে বিশ্ব ব়্যাঙ্কিংয়ে সবার সেরা নীরজকে। বিশ্ব ব়্যাঙ্কিংয়ে পাঁচ নম্বরে আছেন পাকিস্তানের তারকা জ্যাভলিন থ্রোয়ার আর্শাদ নাদিম।

পুরুষদের জ্যাভলিন ব়্যাঙ্কিংয়ে প্রথম পাঁচ

১) নীরজ চোপড়া (ভারত): ১৪৫৫ পয়েন্ট

২) আন্ডারসন পেটের্স (গ্রেনাডা): ১৪৩৩ পয়েন্ট

৩) জাকুব ভাদলিচ (চেক প্রজাতন্ত্র): ১৪১৬ পয়েন্ট

৪) হুলিয়ান ওয়েবার (জার্মানি): ১৩৮৫ পয়েন্ট

৫) আর্শাদ নাদিম (পাকিস্তান): ১৩০৬ পয়েন্ট