প্রতীকী ছবি (Photo Credit: Pixabay)

চণ্ডীগড়: পণের (Dowry) জন্য হেনস্থা (Harassment) করত স্বামী। এর জেরে আত্মঘাতী (Suicide) হয়েছেন সোনার পদকজয়ী (Gold Medalist) জাতীয় স্তরের ধর্নুবিদ (National-Level Archer) ভাবনা চাহাল (Bhavna Chahal)। এই অভিযোগে তাঁর স্বামীকে গ্রেফতার (Arrest) করল পুলিশ।

পাঞ্জাব (Punjab) ও হরিয়ানার (Haryana) রাজধানী চণ্ডীগড়ে (Chandigarh) অবস্থিত ওই মহিলা ক্রীড়াবিদের বাড়ি থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এরপরই পণের কারণে নির্যাতনের অভিযোগে ভাবনার স্বামী সচিন চাহালকে গ্রেফতার করে পুলিশ।

সূত্রের খবর, নয়াগাঁওয়ের দাশমেশ নগরের বাড়ি থেকে শুক্রবার রাতে ভাবনা চাহালের মৃতদেহ উদ্ধার হয়। এরপরই ভাবনার বাবা প্রকাশ চন্দ্র পণের জন্য নির্যাতনের অভিযোগ দায়ের করেন তাঁর স্বামী সচিন চাহালের বিরুদ্ধে।

দেখুন ভিডিয়ো: