Photo: Wikipedia

মুম্বই, ১৩ মার্চ: বিশ্বজুড়ে করোনা-আক্রান্তের সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। বিশ্বজুড়ে করোনায় (Coronavirus) কাবু ১,৩৪,৮০৪ জন। মৃতের সংখ্যা ৫ হাজার ছুঁই ছুঁই। ক্রমেই ভয়ঙ্কর আকার নিচ্ছে করোনাভাইরাস। করোনা থাবায় ধুঁকছে শেয়ার বাজার। ইতিমধ্যেই WHO করোনাভাইরাসকে মহামারী ঘোষণা করেছে। করোনায় আক্রান্ত আর্সেলানের কোচ মিকেল আরতেতা, কানাডার প্রধানমন্ত্রীর স্ত্রী। ভারতে বন্ধ করে দেওয়া হচ্ছে একের পর এক স্কুল-কলেজ। বাড়ি থেকে কাজ করার নির্দেশ দেওয়া হচ্ছে বিভিন্ন সংস্থার তরফে। খেলার ভবিষ্য়তও টালমাটাল। করোনা আতঙ্কের জেরে আইপিএলের ভবিষ্য়ত নিয়ে বৈঠকে বসবে BCCI ১৪ মার্চ। আন্তর্জাতিক ক্ষেত্রেই খেলার ভবিষ্যত নিয়ে উঠেছে প্রশ্নচিহ্ন।

করোনা-আতঙ্কের জেরে জাতীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে প্রশ্নের মুখে খেলার ভবিষ্যত। ভারতের প্যারা অলিম্পিক কমিটি জাতীয় এবং রাজ্য স্তরের সব ইভেন্ট স্থগিত করা হয়েছে সাময়িকভাবে। কী কী টুর্নামেন্ট পিছিয়ে গিয়েছে এবং স্থগিত করা হয়েছে?

আসন্ন সিজন বাতিল NBA-র

আমেরিকান বাস্কেটবল টিম Utah Jazz

সেই দলের এক খেলোয়াড়ের শরীরে মিলেছে করোনাভাইরাস

আসন্ন সিজন বাতিল করল NBA অর্থাৎ ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশন

আসন্ন সিজন বাতিল NHL-র

তিনটি আঞ্চলিক লিগ বাতিল করল NHL অর্থাৎ ন্যাশনাল হকি লিগ

Stanley Cup-র ভবিষ্যতও প্রশ্নের মুখে

NHL কমিউনিটির অন্তর্ভুক্ত বেশ কয়েকজনের শরীরে মিলেছে করোনাভাইরাস

টুর্নামেন্ট বাতিল করল MSL

আগামী ৩০ জনের জন্য সমস্ত ম্যাচ বাতিল করল মেজর লিগ সকার

করোনার জেরে জোরদার ধাক্কা খেল আমেরিকার প্রাণ Soccer

MLS কমিশনারের মতে, সবকটি ক্লাবই এই সিদ্ধান্তে একমত

United Soccer League-ও ৩০ দিনের জন্য পিছিয়ে দিয়েছে খেলা

খেলা উদ্বোধনের দিন পিছল MLB

দু'সপ্তাহের জন্য পিছিয়ে দেল মেজর লিগ বেসবলের সব টুর্নামেন্ট

২৬ মার্চ শুরু হওয়ার কথা ছিল টুর্নামেন্ট

MLB-র বিবৃতি অনুযায়ী, খেলোয়াড়দের কথা মাথায় রেখেই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত

March Madness basketball টুর্নামেন্ট বাতিল NCAA-র

মার্চ ম্যাডনেস বাস্কেটবল টুর্নামেন্ট বাতিল NCAA-র

করোনা-আতঙ্কের জেরেই পিছিয়ে গেল টুর্নামেন্ট

NCAA-র সিদ্ধান্তকে সমর্থন CBS Sports এবং Turner Sports-র

এই দুটি চ্যানেলই খেলা সম্প্রচারের সিদ্ধান্ত নিয়েছিল

পিছিয়ে গেল World Cup Qualifiers

২০২০ কাতার ওয়ার্ল্ড কাপের সাউথ আমেরিকান কোয়ালিফাইং ম্যাচগুলি পিছিয়ে গেল

আঞ্চলিক ফুটবল ফেডারেশনের তরফে অনুরোধ আসার পরই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত

২৩ থেকে ৩১ মার্চের মধ্যে এই ম্যাচ হওয়ার কথা ছিল

নতুন করে এখনও কোনও তারিখ ঘোষণা করেনি World soccer governing body FIFA

European Soccer বাতিল

La Liga, স্পেনের টপ ডিভিসনের সবকটি Soccer ম্যাচ পিছিয়ে গেল

রিয়েল মাদ্রিদের বেশ কিছু খেলোয়াড়কে কোয়ারিন্টাইনে রাখা হয়েছে

এরপরই বাতিল হয়েছে সবকটি ম্যাচ